‘পটাখা’তে কোমড় দোলাবে মালাইকা

আইটেম গানে ভক্তদের মনে আগুন ধরাতে তুলনা নেয় আবেদনময়ী ভারতীয় অভিনেত্রী মালাইকা অরোরার। এবার বিশাল ভরদ্বাজের ‘পটাখা’তে একটি আইটেম গানে কোমড় দোলাতে দেখা যাবে এই লাস্যময়ীকে।

‘হ্যালো হ্যালো’ গানটি মুক্তির পরপরই মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সাইবার দুনিয়ায় টপ ট্রেন্ডিংয়েও পৌঁছে গেছে এই গানটি। ইউটিউবে ইতোমধ্যে এক কোটি ১৯ লাখ ভিউয়ার গানটি দেখেছেন।

গানটি গেয়েছেন রেখা ভরদ্বাজ। লিখেছেন গুলজার এবং সুর দিয়েছেন স্বয়ং পরিচালক বিশাল ভরদ্বাজ।

আপাতত মুক্তির অপেক্ষায় ‘পটাখা’৷ ২৮ সেপ্টেম্বর দেশজুড়ে রিলিজ হবে এই ছবিটি। ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন ‘দাবাং’ গার্ল সানায়া মালহোত্রা, রাধিকা মদন এবং সুনীল গ্রোভারের মতো শিল্পীরা।

পূর্ববর্তী নিবন্ধপ্রিয়াংকা-নিক সম্পর্ক নিয়ে কী বললেন নিকের সাবেক প্রেমিকা?  
পরবর্তী নিবন্ধ২২ বছর পর এফডিসিতে চিত্রনায়িকা অঞ্জু