পঞ্চগড় বাজারে আগুনে পুড়লো অর্ধশতাধিক দোকান

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় জেলা শহরস্ত বাজারে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশতাধিক দোকানঘর পুড়ে গেছে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এদিকে আগুনে কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ব্যবসায়ীরা।

শুক্রবার (১১ নভেম্বর) দিবাগত রাতে পঞ্চগড় বাজারের উত্তর অংশের মুড়ি, মুরগি, শুটকি ও চুড়িপট্টিতে এই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে বাজারে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে পঞ্চগড় ফায়ার সার্ভিস। কিন্তু আগুনের তীব্রতা বাড়তে শুরু করলে আরও তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যুক্ত হয়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তারা আগুন নিয়ন্ত্রণে আনে।

পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুল হক জানান, ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের সহায়তায় (পঞ্চগড়, তেঁতুলিয়া, বোদা ও আটোয়ারী) আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। আগুনে অর্ধশতাধিক দোকান পুড়ে গেছে। আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে ক্ষতির পরিমাণ নিরূপন করবো।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

 

পূর্ববর্তী নিবন্ধকাতার বিশ্বকাপের দল ঘোষণা আর্জেন্টিনার
পরবর্তী নিবন্ধবগুড়ার ধুনটে ইসলামী ব্যাংকের শাখা উদ্বোধন