পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজি নিহত

জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- সুমাইয়া আক্তার মীম (১২) ও তার চাচা ফজলুল হক (৪২)।

বুধবার (১৫ মার্চ) সন্ধ্যার পর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ফজলুল হক। এর আগে সকালে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যায় মীম।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে চাচা ফজলুল হকের মোটরসাইকেলে মীম ও তার ছোট ভাই মুস্তাকিম (৭) স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় মীম। গুরুতর আহত অবস্থায় ফজলুল ও মুস্তাকিমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার পর ফজলুল মারা যান। তবে মুস্তাকিম এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাইদ চৌধুরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের মতো ব্যাংক বন্ধ করে দেওয়ার পর্যায়ে আসেনি বাংলাদেশ
পরবর্তী নিবন্ধকরোনায় দৈনিক শনাক্তে শীর্ষে রাশিয়া, মৃত্যুতে জাপান