পঞ্চগড়ে বিএসএফের গুলিতে আহত শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় নদী থেকে পাথর তোলার সময় বিএসএফের গুলিতে আহত পলাশ (৩৫) মারা গেছেন। রোববার (২১ মে) দিবাগত রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পলাশ তেঁতুলিয়া উপজেলার বগুলাটি গ্রামের আব্দুর রহমানের ছেলে।

তেঁতুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, গুলিবিদ্ধ পাথরশ্রমিক পলাশকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সেখানেই সুরতহাল ও ময়নাতদন্ত করা হবে।

এর আগে রোববার দুপুরের উপজেলার ভজনপুর ইউনিয়নের ভূতিপুকুর সীমান্তের সাও নদীতে অন্য শ্রমিকদের সঙ্গে পাথর তুলতে যান পলাশ। এসময় হঠাৎ ভারতের টেপরাভিটা ১৯৫ বিএসএফ ব্যাটালিয়নের সদস্যরা নদীপাড়ের চা বাগান থেকে ছোড়েন। এতে গুলিবিদ্ধ হন পলাশ।

পূর্ববর্তী নিবন্ধমানবতাবিরোধী অপরাধ: পরোয়ানাভুক্ত আসামি আজহার গ্রেফতার
পরবর্তী নিবন্ধবাখমুত দখল করতে পারেনি রাশিয়া, দাবি জেলেনস্কির