পঞ্চগড়ে বাসের ধাক্কায় অটোরিকশার ৭ যাত্রী নিহত

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ:

পঞ্চগড়ে যাত্রীবাহী বাসের ধাক্কায় অটোরিকশার সাত যাত্রী নিহত হয়েছে। আজ (শুক্রবার) দুপুর ২টার দিকে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে মাগুরমাড়ি চৌরাস্তা আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে পঞ্চগড় জেলা শহর থেকে যাত্রীবাহী একটি বাস তেঁতুলিয়া যাচ্ছিল। মাগুরমারি চৌরাস্তা এলাকায় যাত্রীবোঝাই ব্যাটারিচালিত অটোরিকশাটি মোড় নিচ্ছিল। এ সময় বাসের ধাক্কায় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে বাসের নিচে চলে যায়। এতে অটোরিকশার সাত যাত্রীর মধ্যে এক নববধূসহ পাঁচজন ঘটনাস্থলেই মারা যান। দুইজনকে গুরুতর আহত অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে আরও একজন মারা যান। হাসপাতালে নেয়ার পরে অপরজন মারা যায়।

পঞ্চগড় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিরঞ্জন সরকার ছয়জন নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গেলে স্থানীয়রা আমাদের ওপর চড়াও হন। ঘটনার পর স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে রাখেন। তাদের জন্য আমরা ঠিকমত উদ্ধার কাজ করতে পারছি না।

পূর্ববর্তী নিবন্ধমোংলা ও পায়রায় ৭ নম্বর, চট্টগ্রাম বন্দরে ৬ নম্বর বিপদ সংকেত
পরবর্তী নিবন্ধশনিবার সন্ধ্যায় আঘাত হানতে পারে ‘বুলবুল’; ৫-৭ ফুট জলোচ্ছ্বাসের আশংকা