পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন

জেলা প্রতিনিধি

পঞ্চগড়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)’র উদ্যেগে বিভিন্ন কর্মসূচী গ্রহণ করা হয়েছে।

রোববার সকাল ১০ ঘটিকায় পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয় হতে বিভিন্ন ইউনিয়নের প্রবীণদের নিয়ে একটি র‌্যালি হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক সমুহ প্রদক্ষিণ করে।

জেলা সমাজসেবা কার্যালয় ও রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক)’র যৌথ উদ্যেগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা প্রবীণদের প্রতি সমাজের দায়িত্ব ও প্রবীণদের অধিকার বিষয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মো. আজাদ জাহান (উপ-পরিচালক, স্থানীয় সরকার বিভাগ), এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন, রিকের জোনাল ম্যানেজার এবিএম জাহিদুল কবির, রিকের এরিয়া ম্যানেজার আ. মালেক প্রামানিক শামীম, শাখা ম্যানেজার জিয়াউল হক, প্রবীণ হিতৈষী সংঘের পঞ্চগড় জেলা সেক্রেটারি মো. শফিকুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক।

পূর্ববর্তী নিবন্ধবার্নিকাটের গাড়িবহরে হামলা : ৯ জনকে আসামি করে সম্পূরক চার্জশিট
পরবর্তী নিবন্ধদুর্দান্ত জয়ে বার্সেলোনাকে হটিয়ে শীর্ষে রিয়াল