নড়াইলে নৌকা প্রতীক পেল মাশরাফি

নড়াইলের দু’টি আসনে ১২ প্রার্থীকে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার সকালে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আনজুমান আরা প্রার্থীদের মাঝে এসব প্রতীক বরাদ্দ দেন।

এদের মধ্যে নড়াইল-২ আসনে জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নৌকা প্রতীকে লড়বেন। এ আসনে ২০ দলীয় প্রার্থী এনপিপি (ফরহাদ) গ্রুপের এজেডএম ফরিদুজ্জামান ধানের শীষ প্রতীক, জাপার ফায়েকুজ্জামান ফিরোজ লাঙ্গল প্রতীক, এনপিপির (ছালু) গ্রুপের মনিরুল ইসলাম আম প্রতীক, ইসলামী আন্দোলন বাংলাদেশের এসএম নাসির উদ্দীন হাতপাখা প্রতীক, ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাহাবুবুর রহমান মিনার প্রতীক ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ফকির শওকত আলী তারা প্রতীক পেয়েছেন।

এছাড়া নড়াইল-০১ আসনে বর্তমান এমপি কবিরুল হক মুক্তি নৌকা প্রতীক পেয়েছেন। এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়বেন বিশ্বাস জাহাঙ্গীর আলম, লাঙ্গল প্রতীকে জাপার মিল্টন মোল্যা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হাফেজ মোহাম্মদ খবির উদ্দীন হাতপাখা প্রতীকে এবং এনপিপির (ছালু) মুনসুরুল হক আম প্রতীকে লড়বেন।

পূর্ববর্তী নিবন্ধরাতে সিঙ্গাপুর যাচ্ছেন এরশাদ
পরবর্তী নিবন্ধসুনামগঞ্জে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দান