পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
শুধু মানবতা নয়, ন্যায়বিচারের স্বার্থে বিশ্ববাসীকে রোহিঙ্গাদের পাশে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন জর্ডানের রানি রানিয়া আল আব্দুল্লাহ।
সোমবার দুপুরে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এ সময় রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দেয়ায় বাংলাদেশের প্রশংসা করেন জর্ডানের রানি রানিয়া।
তিনি বলেন, কঠিন সময়ে চ্যালেঞ্জ মোকাবেলায় নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ বিশ্বে প্রশংসার নজির রেখেছে।
কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে এখানে অবস্থানরত ৬০ হাজার শিশু ও ৪০ হাজার গর্ভবতী নারী এবং বৃদ্ধাদের প্রতি সুদৃষ্টি রাখতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান তিনি।
এর আগে বেলা ১১টা ৯ মিনিটে বিশেষ বিমানে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান।
এর পর বেলা ১২টা ৩৫ মিনিটে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান জর্ডানের রানি রানিয়া আল আব্দুল্লাহ।
তিনি কুতুপালং ক্যাম্পে পৌঁছে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গা নারী, পুরুষ ও শিশুদের অবস্থা দেখেন এবং সেখানে জাতিসংঘের একাধিক সংস্থাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ত্রাণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।