নৌমন্ত্রীর পদত্যাগসহ ৯ দফা দাবি মেনে নিন: যুক্তফ্রন্ট

পপুলার২৪নিউজ ডেস্ক:

অবিলম্বে নৌপরিবহনমন্ত্রীর পদত্যাগসহ শিক্ষার্থীদের ৯ দফা দাবি মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তফ্রন্ট নেতারা।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে ফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব ও নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না এ আহ্বান জানান।

বিবৃতিতে নেতারা বলেন, ৯ দফা দাবিতে ছাত্র বিক্ষোভে রাজধানী ঢাকা যখন উত্তাল তখন শনির আখড়ায় আবারো একটি ট্রাকের চাকায় পিষে আরও একজন ছাত্রকে গুরুতর জখম করা হয়েছে। এখন যেন মৃত্যুর মিছিল চলছে।

বিবৃতিতে তারা আরও বলেন, ছাত্রসহ অন্যদের বাস-ট্রাকের চাকায় পিষে মারার ঘটনা ঠেকানোর কোনো চেষ্টাই এই সরকার করছে না। এই সংকটের মূলে আছে নৌপরিবহনমন্ত্রী ও তথাকথিত শ্রমিক নেতার সড়ক পরিবহন সেক্টরে চাঁদাবাজি ও নৈরাজ্য।

যুক্তফ্রন্ট নেতারা বলেন, আমরা অবিলম্বে শিক্ষার্থীদের ন্যায়সংগত ৯ দফা দাবিদাওয়া মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির জন্য সরকারই দায়ী থাকবে।

পূর্ববর্তী নিবন্ধ‘৯ টাকায় এক জিবি চাই না, নিরাপদ সড়ক চাই’
পরবর্তী নিবন্ধশিক্ষার্থীদের দাবি যৌক্তিক, ব্যবস্থা নেয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী