নৌবাহিনীর জন্য আদানির ড্রোন নিয়ে প্রশ্ন কংগ্রেসের

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় নৌবাহিনীর জন্য আদানি গোষ্ঠীর তৈরি ‘দৃষ্টি ১০ স্টারলাইনার’ প্রকাশ্যে এসেছে। তবে বিরোধীদল কংগ্রেস ওই ড্রোন নিয়ে প্রশ্ন তুলেছে।

‘দৃষ্টি ১০ স্টারলাইনার’ নৌবাহিনীর জন্য প্রথম ভারতে তৈরি ড্রোন। কংগ্রেসের প্রধান মুখপাত্র জয়রাম রমেশ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ বন্ধু গৌতম আদানি তার সঙ্গে ২০১৭ সালের জুলাই মাসে ইসরায়েল সফরে গিয়েছিলেন। তার পরে তাকে দ্বিপাক্ষিক প্রতিরক্ষার একটি ক্ষেত্রে একচ্ছত্র অধিকার দেওয়া হয়েছে।

ভারতে অনেক সংস্থা ড্রোন তৈরি করে। তার মধ্যে হিন্দুস্তান এরোনটিক্স ও ভারত ডায়নামিক্স-ও রয়েছে। তাসত্ত্বেও ড্রোন তৈরির জন্য ইসরায়েলের এলবিট সিস্টেমস ও আদানি গোষ্ঠীর যৌথ উদ্যোগে তৈরি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ এই সংস্থার ড্রোন তৈরির কোনো পূর্ব অভিজ্ঞতা নেই।

জয়রামের অভিযোগ, এর সুবিধা নিয়েই আদানি গোষ্ঠী চারটি হার্মিস-৯০০ ড্রোনের যন্ত্রাংশ আমদানি করে, তাজুড়ে দিয়ে সেই ড্রোনের নাম দৃষ্টি-১০ স্টারলাইনার রেখেছে।

জয়রামের কটাক্ষ, এটাই প্রধানমন্ত্রী মোদীর আত্মনির্ভরতার বাস্তবতা। স্ক্রু লাগানোর কাজকে কারখানায় তৈরি হিসেবে দেখিয়ে করদাতাদের অর্থ প্রধানমন্ত্রীর মোদীর বন্ধুদের সমৃদ্ধ করতে কাজে লাগানো হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রথম টি-টোয়েন্টিতে ছিটকে গেলেন স্যান্টনার
পরবর্তী নিবন্ধরংপুরে নির্জন স্থানে পড়ে ছিল অজ্ঞাত মরদেহ