নৌকার পক্ষে নগরবাসী রায় দেবেন : তাপস

নিজস্ব প্রতিবেদক:উন্নত ঢাকা গড়ার রূপরেখা সাদরে গ্রহণ করায় নৌকার পক্ষে নগরবাসী রায় দেবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী শেখ ফজলে নূর তাপস। ফলাফল যাই হোক না কেন তা মেনে নেবেন বলেও জানান তিনি।

শনিবার বিকেলে নির্বাচন শেষে রাজধানীর গ্রিন রোডে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলতে তিনি।

সুষ্ঠু ও সন্ত্রাসমুক্ত নির্বাচন উপহার দেয়ায় নির্বাচন কমিশনকে (ইসি) ধন্যবাদ জানিয়ে তাপস বলেন, ‘ঢাকাবাসীকেও ধন্যবাদ জানাবো, তারা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিয়েছে। আমি আশাবাদী আমরা উন্নত ঢাকা গড়ার যে রূপরেখা দিয়েছি সেটা ঢাকাবাসী সাদরে গ্রহণ করেছে এবং তারই প্রতিফলন হিসেবে নৌকা মার্কাকে বিজয়ী করে সেবক হিসেবে আমাকে নির্বাচিত করবে।’

নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্ট কি-না জানতে চাইলে তাপস বলেন, ‘খুব সুষ্ঠু পরিবেশে নির্বাচন হয়েছে। আমরা কিছুটা আশঙ্কা করেছিলাম যে সন্ত্রাসী কার্যকলাপ হতে পারে, সহিংসতা ঘটতে পারে। কিন্তু একদমই সহিংসতা ঘটনা ঘটেনি। সন্ত্রাসী কার্যকলাপ ছাড়াই একটি সুন্দর, উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে। এজন্য সকল সংস্থাকে ধন্যবাদ জানাচ্ছি।’

কয়েকটি জায়গায় ইভিএম সমস্যার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তাপস বলেন, ‘সিটি নির্বাচনে এই প্রথম ইভিএম ব্যবহার হয়েছে। ঢাকা দক্ষিণে ১১৫০ কেন্দ্র এবং প্রায় সাড়ে ছয় হাজার বুথে এটা ব্যবহার হয়েছে। এটি খুবই সহজ পদ্ধতি ভোট দেয়ার। আমি নিজেও প্রথম দিলাম, খুবই ভালো লেগেছে। কিছু অভিযোগ আমরা পেয়েছি। যেহেতু এটি যান্ত্রিক এবং তথ্যপ্রযুক্তি নির্ভর তাই অনেক সময় হ্যাং হয়ে যায়। এ কারণে অনেকে সঠিক সময়ে ভোট দিতে পারেনি।’

তিনি বলেন, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সার্বিকভাবে এটার ভালো দিকও রয়েছে। কারণ ভোটার শনাক্তকরণের বিষয়টি খুব ভালো। এখানে জাল ভোট দেয়ার কোনো সুযোগ নেই। ব্যালট পেপার ছিনতাই, ব্যালট বাক্স নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে অনেক সময়। ইভিএমে এমন কিছুর সুযোগ নেই। সুতরাং এটা ভালো।

ভোটার উপস্থিতি কমের বিষয়ে জানতে চাইলে শেখ ফজলে নূর তাপস বলেন, ‘আমরা আশা করেছিলাম আরও ভোটার উপস্থিতি থাকবে। কারণ প্রচারণার সময় যে স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছিলাম এবং আশা করেছিলাম সকলে এসে ভোট দেবে। তবুও যারা ভোট দিতে এসেছেন তাদের কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।’

তিনি বলেন, একবছর আগেই একটা জাতীয় নির্বাচন হলো। ওই নির্বাচনে সবার আগ্রহ থাকে। এখানে যেহেতু সরকার পরিবর্তনের কোনো বিষয় নেই আর স্থানীয় সরকার নির্বাচন, এজন্য আগ্রহ কম হতে পারে। আবার ছুটির সময়ে অনেকে ঢাকা ও দেশের বাইরে যেতে পারেন। তবুও সব মিলিয়ে ৪০ শতাংশ ভোট হতে পারে বলে মনে করছি।

পূর্ববর্তী নিবন্ধসাংবাদিকের ওপর হামলায় ফুটেজ দেখে ব্যবস্থা : র‌্যাব ডিজি
পরবর্তী নিবন্ধনয়াপল্টনে আ.লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া