নোয়াখালীতে দুই বাসের সংঘর্ষে তিন যাত্রী নিহত

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে তিন নিহত হয়েছেন। এ সময় উভয় গাড়ির কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকালে চৌমুহনী-ফেনী সড়কের তিনপুকুরিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

এদিকে এ ঘটনার পর ওই সড়কে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

সেনবাগ থানার ওসি মো. হারুন অর-রশিদ জানান, নোয়াখালী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ‘রূপসী বাংলা’ পরিবহনটির সঙ্গে ফেনী থেকে লক্ষ্মীপুরগামী মিনিবাসের (যমুনা ক্লাসিক পরিবহনের) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অজ্ঞাত (২৮) এক যুবক নিহত হয়।

পরে হাসপাতালে নেয়ার পর আরও দুইজনের মৃত্যু হয়। এ ঘটনায় উভয় গাড়ির ৩০ জন আহত হয়েছে। তাদের সেনবাগ স্বাস্থ্য কমপ্লেক্সে ও নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএবার ‘মানসিক রোগী’র চরিত্রে অভিনয় করছেন জয়া
পরবর্তী নিবন্ধভারতে প্রথম বুলেট ট্রেন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন: মোদি