পপুলার২৪নিউজ,নোয়াখালী প্রতিনিধি:
অর্থ আত্মসাতের মামলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) কর্মকর্তা মফিজুল ইসলাম খোকনকে (৪৫) গ্রেফতার করেছে নোয়াখালী জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)।
নোয়াখালী শহরের মাইজদীকোর্ট এলাকা থেকে দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক হোসাইন শরীফ তাকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত ব্যাংক কর্মকর্তা মফিজুল ইসলাম খোকন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের চাঁদপুর শাখায় (ক্যাশ) কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তার গ্রামের বাড়ি কুমিলা সদর উপজেলার দক্ষিণ নোয়াপাড়া গ্রামে।
মামলার তদন্তকারী কর্মকর্তা হোসাইন শরীফ জানান, ইউসিবি’র ফেনী শাখার এক কোটি ৪৩ লাখ ৯১ হাজার ৪৮৩ টাকা আত্মসাতের মামলার এজাহারভুক্ত আসামি মফিজুল। ২০১২ থেকে ১৪ সাল পর্যন্ত সময়ের মধ্যে ব্যাংকের ফেনী শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা কাজী মাহফুজুর রহমান, মফিজুল ইসলাম সহ ছয়জন মিলে ওই টাকা আত্মসাৎ করেছেন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, মফিজুল ইসলামকে গ্রেফতার করে দুদক কর্মকর্তারা তাকে সুধারাম থানায় হস্তান্তর করেছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে হাজির করা হবে।