নোয়াখালীতে বীমা দাবির চেক হস্তান্তর করল পপুলার লাইফ

সংবাদ বিজ্ঞপ্তি: পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডর নোয়াখালী অঞ্চলের বীমা গ্রাহকের বীমা দাবির ১ কোটি ৮০ লাখ টাকার চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) নোয়াখালীতে কোম্পানির নিজস্ব ভবনের হলরুমে এ বীমা দাবির চেক হস্তান্তর ও ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়।

উন্নয়ন সভায় সভাপতিত্ব করেন ইসলামী বীমা তাকাফুল প্রকল্পের মহা-ব্যবস্থাপক ও প্রকল্প ইনচার্জ আহসানুল ইসলাম। উন্নয়ন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা ও বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক বি এম শওকত আলী, উর্ধ্বতন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ব্রাঞ্চ কন্ট্রোল ও একক বীমা প্রকল্প) সৈয়দ মোতাহার হোসেন, ইসলামী ডিপিএস প্রকল্পের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খলিলুর রহমান শিকদার।

বক্তব্য রাখেন, আল আমিন বীমা প্রকল্পের প্রকল্প ইনচার্জ দেলোয়ার হোসেন উজ্জ্বল, একক বীমা প্রকল্পের মহা-ব্যবস্থাপক (উন্নয়ন) মাহবুবুর রহমান চুন্নু প্রমুখ।

উল্লেখ্য, ব্যবসা উন্নয়ন ক্লোজিং সভা মেয়াদ উত্তীর্ণ বীমা গ্রাহকের হাতে বীমা দাবির চেক হস্তান্তর করেন বি এম ইউসুফ আলী।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করতে চাই: পররাষ্ট্র উপদেষ্টা
পরবর্তী নিবন্ধমেয়ের অদেখা ছবি শেয়ার করলেন রাজ-শুভশ্রী