পপুলার২৪নিউজ ডেস্ক :
বছরের দ্বিতীয় প্রান্তিক, অর্থাৎ এপ্রিল থেকে জুন—এই তিন মাসে বৈশ্বিক নোটবুক বাজার চাঙা হয়েছে। বছরের প্রথম প্রান্তিকের চেয়ে দ্বিতীয় প্রান্তিকে ৫ দশমিক ৭ শতাংশ বেশি নোটবুক বাজারে এসেছে। আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ট্রেন্ডফোর্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বার্ষিক হিসেবেও নোটবুকের বাজার ৩ দশমিক ৬ শতাংশ বেড়েছে। দ্বিতীয় প্রান্তিকে মোট ৩ কোটি ৯৯ লাখ ৬০ হাজার ইউনিট নোটবুক বাজারে এসেছে। নতুন মডেলের ল্যাপটপ বাজারে আসার পাশাপাশি যুক্তরাষ্ট্রে ল্যাপটপের চাহিদা বাড়ায় দ্বিতীয় প্রান্তিকে নোটবুক বিক্রি বেড়েছে।
বাজার বিশ্লেষকেরা বলছেন, চলতি বছরের প্রথম ছয় মাসে উত্তর আমেরিকায় নোটবুকের চাহিদা বেশি থাকায় বাজারের পূর্বাভাসকে অতিক্রম করেছে নোটবুক বিক্রি। বছরের তৃতীয় প্রান্তিকেও ৩ থেকে ৫ শতাংশ প্রবৃদ্ধি বজায় থাকতে পারে।
ট্রেন্ডফোর্সের তথ্য অনুযায়ী, নোটবুকের বাজারে টানা পাঁচ প্রান্তিক জুড়ে শীর্ষস্থান ধরে রেখেছে এইচপি। এ বছরের দ্বিতীয় প্রান্তিকে সাড়ে ৯৩ লাখ ইউনিট নোটবুক বাজারে ছেড়েছে প্রতিষ্ঠানটি, যা বছরের প্রথম প্রান্তিকের চেয়ে সাড়ে ৮ শতাংশ বেশি।
নোটবুকের বাজারের দ্বিতীয় অবস্থানে রয়েছে লেনোভো। বছরের দ্বিতীয় প্রান্তিকে ৮০ লাখ ৫০ হাজার ইউনিট নোটবুক বিক্রি হয়েছে চীনা প্রতিষ্ঠানটির। যা গত বছরের একই সময়ের চেয়ে ২ দশমিক ৪ শতাংশ কম। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নোটবুকের বাজার কিছুটা ধীরগতির হওয়ায় লেনোভোর ওপর প্রভাব পড়েছে।
বৈশ্বিক নোটবুকের বাজারে তৃতীয় অবস্থানটি ডেলের। প্রথম প্রান্তিকের চেয়ে দ্বিতীয় প্রান্তিকে ২১ দশমিক ৩ শতাংশ বেশি নোটবুক বাজারে ছেড়েছে ডেল। উত্তর আমেরিকার বাজারে সাফল্য তৃতীয় স্থান ধরে রাখতে সাহায্য করেছে ডেলকে।
সম্প্রতি তাইওয়ানের আসুস প্রিমিয়াম নোটবুকে গুরুত্ব দিচ্ছে বেশি। তাই বাজারে বেশি ল্যাপটপ ছাড়ার পরিবর্তে দামি নোটবুকগুলো বিক্রি করার দিকে আগ্রহ বেশি প্রতিষ্ঠানটির। বছরের দ্বিতীয় প্রান্তিকে ৩৯ লাখ ৯০ লাখ ইউনিট নোটবুক বাজার এনেছে আসুস। বাজারে বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে আসুস।
বছরের দ্বিতীয় প্রান্তিকের হিসেবে বাজারে পঞ্চম স্থানটি অ্যাপলের। ১২ ইঞ্চি মাপের হালনাগাদ ম্যাকবুক বাজারে আসায় প্রথম প্রান্তিকের চেয়ে ১৭ দশমিক ১ শতাংশ বেশি নোটবুক বিক্রি করেছে অ্যাপল। দ্বিতীয় প্রান্তিকে ৩৯ লাখ ৮০ হাজার ইউনিট নোটবুক বিক্রি করেছে অ্যাপল।
বাজারের ষষ্ঠ স্থানটি এসারের। ক্রোমবুক বাজারে দ্রুত এগোলেও প্রতিযোগিতার মুখে পড়তে হচ্ছে প্রতিষ্ঠানটিকে। মার্কিন প্রতিষ্ঠানগুলো এসারের নোটবুক বাজার দখল করছে। বছরের প্রথম প্রান্তিকের চেয়ে তাই দ্বিতীয় প্রান্তিকে সাড়ে ৩ শতাংশ প্রবৃদ্ধি কমেছে এসারের। দ্বিতীয় প্রান্তিকে ৩২ লাখ ২০ হাজার ইউনিট নোটবুক বাজারে ছেড়েছে এসার। তথ্যসূত্র: গ্যাজেটস নাউ।