স্পোর্টস ডেস্ক :
মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ টেস্টের দলে জায়গা হয়নি বাবরের। তার অনুপস্থিতিতে সুযোগ মেলে কামরান গুলামের।
২৯ বছর বয়সী এই ব্যাটার নিজের অভিষেক টেস্টেই জাত চেনালেন। বাবরের যে পজিশনে খেলেন (সাধারণত চার নম্বর), সেখানে নেমেই দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন কামরান।
তার সেঞ্চুরিতে ভর করে টেস্টের প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৫৯ রান তুলেছে পাকিস্তান। মোহাম্মদ রিজওয়ান ৩৭ আর সালমান আঘা ৫ রানে অপরাজিত আছেন।
টস জিতে ব্যাট করতে নেমে ১৯ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে বসেছিল পাকিস্তান। আবদুল্লাহ শফিক (৭) আর শান মাসুদ (৩) দ্রুতই ফিরে যান সাজঘরে।
সেখান থেকে সায়েম আইয়ুবকে নিয়ে ২৭৮ বলে ১৪৯ রানের জুটি গড়েন কামরান। ৭৭ করে আউট হন সায়েম। তবে কামরান সেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি।
শেষ পর্যন্ত ২২৪ বলে ১১ বাউন্ডারি আর ১ ছক্কায় ১১৮ রান করে থামে কামরানের অভিষেক সেঞ্চুরি ইনিংস। মাঝে সৌদ শাকিল ফেরেন ৪ করেই। রিজওয়ান দায়িত্ব নিয়ে খেলার চেষ্টা করছেন। সঙ্গে আছেন সালমান আঘা।
ইংল্যান্ডের জ্যাক লিচ নিয়েছেন ২টি উইকেট। একটি করে উইকেট ম্যাথিউ পটস, ব্রাইডন কার্স আর শোয়েব বশিরের।