নেপালের ট্রান্সজেন্ডার ফ্যাশন মডেল অঞ্জলি লামা

পপুলার২৪নিউজ ডেস্ক:
সম্প্রতি ভারতের একটি শীর্ষস্থানীয় ফ্যাশন শো-র ক্যাটওয়াকে আবির্ভূত হয়ে চমক লাগিয়েছেন নেপালের ট্রান্সজেন্ডার মডেল অঞ্জলি লামা। অঞ্জলি লামাই হচ্ছেন নেপালের প্রথম ট্রান্সজেন্ডার মডেল। আপনি যদি মনে করেন যে আপনি ট্রান্সজেন্ডার আর আপনি নিজেকে লুকিয়ে রাখেন, তাহলে আপনি যা চান তা আপনি কোন দিনই অর্জন পারবেন না। তিনি মডেলিং শুরু করেন ২০০৯ সালে। প্রথম দিকে আমি অনেক অডিশন দিলেও কেউ আমাকে নিতে চায়নি। বলেছে, তুমি হিজড়া, তোমাকে ফ্যাশন শোতে নেয়া যাবে না। তবে আমি চেষ্টা ছাড়িনি এবং ধীরে ধীরে আমি কাজ পেতে শুরু করি- বলেন অঞ্জলি লামা।

তার কথা, আমি নিজেকে অন্য মডেলদের চাইতে আলাদা কিছু মনে করি না। ওরা যা পারে আমিও তা পারি। ছোটবেলা থেকেই আমি ছেলেদের পোশাকের চেয়ে মেয়েদের পোশাক পরতেই বেশি পছন্দ করতাম। স্কুলে আমাকে এ জন্য বৈষম্য ও মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছে। আমার বন্ধু ও শিক্ষকরা বলতো, তুমি ছেলে কিন্তু তুমি মেয়েদের মতো আচরণ করো কেন? আমি ভাবতাম কি করব, নিজেকে পাল্টানোর চেষ্টা করলেও পারিনি। কিন্তু পরে যখন আমি রাস্তায় ট্রান্সজেন্ডার লোকজন দেখলাম তখন আমি আমার প্রকৃত সত্ত্বাকে চিনতে পারলাম।

আমার পরিবারকে যখন প্রথম এ কথা বললাম, আমার ভাই ফোন করে বললো তুমি এভাবেই থাকো, কখনো আমাদের পরিবারে এসো না। যাদের আত্মপরিচয় নিয়ে সমস্যা আছে তাদের প্রতি অঞ্জলির আহ্বান, নিজেকে প্রকাশ করুন, আপনি যা সেভাবেই চলুন। আপনি যা চান তার জন্য লড়াই করুন, লুকিয়ে থাকবেন না। একদিন দুই দিন সমস্যা হবে- তার পর আর হবে না। তখন আপনার ভালো লাগবে। আপনি যা চাইবেন, তাই পেতে পারবেন- বলেন অঞ্জলি লামা।

পূর্ববর্তী নিবন্ধপ্রেমিকার কাঁধে হাত, জরিমানা ২০০!
পরবর্তী নিবন্ধবুকের একদিকে যন্ত্রণা হতে পারে নানা রোগের লক্ষণ