নেত্রকোনায় বজ্রপাতে নারী শ্রমিকের মৃত্যু

 জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

নেত্রকোনার দূর্গাপুর উপজেলায় বজ্রপাতে রহিমা আক্তার (৪৫) নামে এক নারী কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে সাড়ে ১০টার দিকে উপজেলার আত্রাখালি নদীতে কয়লা তোলার সময় এ ঘটনা ঘটে।

নিহত রহিমা আক্তার দূর্গাপুর উপজেলার বিরিশিরি ইউনিয়নের বারইকান্দা গ্রামের হতদরিদ্র আব্দুস সাত্তারের স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, হতদরিদ্র স্বামীর সাথে সংসারে যোগান দিতে প্রতিদিনের ন্যায় রহিমা আক্তার অন্যদের সাথে আত্রাখালি নদীতে কয়লা তুলতে যায়। শনিবার সকালে বৃষ্টির মধ্যে পানির উপরে কয়লা ভাসতে না দেখে লোহার শিক দিয়ে পানির নীচের কয়লার খোঁজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত পরে তিনি পানিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে দূর্গাপুর থানার ওসি হুমায়ূন কবীর বলেন, লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফে স্বামীকে গ্রেপ্তারের প্রতিবাদে স্ত্রীর থানা ঘেরাও
পরবর্তী নিবন্ধবৃষ্টির পানি পড়ে প্রধান বিচারপতির চেয়ারেও!