বিনোদন ডেস্ক : বলিউডের দর্শকপ্রিয় অভিনেতা ‘কিং খান’ শাহরুখ বলেছেন, সোশ্যাল মিডিয়া প্রায়শই একটি নির্দিষ্ট সংকীর্ণ দৃষ্টিভঙ্গির দ্বারা চালিত হয়। আমি কোথাও পড়েছি, নেতিবাচকতাই সোশ্যাল মিডিয়ার ব্যবহার বাড়ায়।
বৃহস্পতিবার ২৮তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এ কথা বলেন। পাঠান ছবি মুক্তির আগেই শাহরুখ খানের একাধিকবার বিতর্কে জড়ানোয় তার ওপর বয়কটের ডাক আসে। সেসব ঘটনার ইঙ্গিত করে অভিনেতা এ মন্তব্য করেন।
এ সময় উৎসবে সবাইকে অবাক করে দিয়ে বাংলাতে ভাষণ দেন শাহরুখ। তিনি বলেন, অনেকদিন দেখা হয়নি তো, আর আমার সুন্দর রানীকে দেখে খুব খুশি। আমি অনেক বছর এখানে আসিনি। আপনদের সবাইকে দেখে আমি খুব খুশি হলাম। আমি অ্যাম্বাসেডর হিসেবে বলতে পারি, এখানে এসে আপনারা খুব আনন্দ পাবেন।
চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, অরিজিৎ সিং, চঞ্চল চৌধুরী, দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তী, শতাব্দী রায়, রঞ্জিত মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তী, পাওলি দাম, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, পণ্ডিত অজয় চক্রবর্তী, মিমি চক্রবর্তী, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, ঋতাভরী চক্রবর্তী, লাভলি মৈত্র, চূর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, সৌরভ গঙ্গোপাধ্যায় অরিন্দম শীল, শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রমুখ।