নেতানিয়াহুর বন্ধু মোদি

 পপুলার২৪নিউজ ডেস্ক:

প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরাইল সফরে যাওয়া নরেন্দ্র মোদিকে বন্ধু বা ‘দোস্ত’ বলে সম্বোধন করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

কয়েকটি ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, তেল আবিবের বেন গুরিয়ন বিমান বন্দরে নামতেই মোদীকে আলিঙ্গনে বাঁধেন নেতানিয়াহু। এরপর স্পষ্ট হিন্দিতেই তিনি উচ্চারণ করেন, ‘আপনাকে স্বাগত জানাচ্ছি, দোস্ত। ’

জানা গেছে, মোদীও প্রত্যুত্তরে হিব্রু ভাষায় জবাব দেন, ‘শালোম (হ্যালো)। এই দেশে এসে আমি অত্যন্ত খুশি হয়েছি। ’

ভারতীয় সংবাদমাধ্যমগুলো আরো জানাচ্ছে, বুধবার এই দুই নেতার মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।

এর আগে, মঙ্গলবার রাতে জেরুজালেমে যৌথবিবৃতি দেন তারা। সেখানে মোদী বলেছেন, ‘এটা আমার কাছে অত্যন্ত গৌরবের বিষয় যে, প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েলে আসার সুযোগ পেলাম। ’

উঁচু হারে বৃদ্ধিকে ধরে রাখতে এবং সমস্ত ক্ষেত্রে বিকাশের জন্য ইসরাইলকে আমরা অত্যন্ত মূল্যবান সঙ্গী হিসেবেই দেখি। উন্নয়নের প্রশ্নে আমাদের দু’দেশকেই নানা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। কিন্তু যারা হিংসার বিরুদ্ধে, তারা এই লড়াই চালিয়ে যেতে প্রস্তুত, বলেও জানান মোদী।

নেতানিয়াহুও বলেছেন, ‘সংস্কৃতি, ইতিহাস, গণতন্ত্র এবং প্রগতির প্রতি ভারতের যে দায়বদ্ধতা, তার ভক্ত ইসরাইল। ভক্ত ভারতীয় গণিত ও যোগব্যায়ামেরও। ’

পূর্ববর্তী নিবন্ধবৃষ্টিপাত চলবে আরও দুই দিন
পরবর্তী নিবন্ধহারানো চাবি ও একটি সফল প্রেমের গল্প