নেইমারের গোলেই ব্যাকফুটে উরুগুয়ে

পপুলার২৪নিউজ ডেস্ক :

আক্রমণ-পাল্টা আক্রমণের সমাপ্তি ঘটে খেলার দ্বিতীয়ার্ধে নেইমারের গোলে।আর এর মাধ্যমেই উরুগুয়েকে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিল ব্রাজিল।

ব্রাজিলের একের পর এক আক্রমণের বিপরীতে বেশিরভাগ সময়েই রক্ষনাত্মক কৌশলে খেলতে থাকে উরুগুয়ে। ১২ মিনিটে ফিলিপে লুইসের ক্রসে নেইমার গোল করলেও সেটি অফসাইডের কারণে বাতিল হয়।

২২তম মিনিটে প্রথম সুযোগ পায় উরুগুয়ে। ডি-বক্সের ঠিক বাইরে থেকে লুইস সুয়ারেসের জোরালো শটে বল গোলরক্ষকের হাত ছুঁয়ে ক্রসবারের একটু উপর দিয়ে যায়। বিরতির ঠিক আগে এদিনসন কাভানির কাছ থেকে নেওয়া শটও কর্নারের বিনিময়ে রুখে দেন আলিসন।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে আবারও আলিসনের নৈপুণ্যে বেঁচে যায় ব্রাজিল। সুয়ারেসের দারুণ ফ্রি-কিক ঝাঁপিয়ে ঠেকান লিভারপুল গোলরক্ষক।

৭৬তম মিনিটে স্পট কিকে জয়সূচক গোলটি করেন নেইমার। ডি-বক্সে দানিলো ফাউলের শিকার হলে পেনাল্টিটি পায় ব্রাজিল। জাতীয় দলের হয়ে ফুটবল বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের এটি ৬০তম গোল।

পূর্ববর্তী নিবন্ধমেসি ছাড়াই মেক্সিকোকে হারাল আর্জেন্টিনা
পরবর্তী নিবন্ধদিল্লির লাল কেল্লা দখলের হুমকি পাকিস্তানের!