নেইমারকে ঘিরে বিতর্ক বাড়ছেই

পপুলার২৪নিউজ ডেস্ক:
বার্সা ছেড়ে পিএসজিতে যাওয়ার আগে থেকে বিতর্কের শুরু। সেই বিতর্ক দলবদলের পর যেন আরও আঁকড়ে ধরেছে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে।

ক্যাম্প ন্যু থেকে পিএসজিতে যোগ দেয়ার দেড় মাসের মাথায় এডিসন কাভানির সঙ্গে পেনাল্টি যুদ্ধে নামেন নেইমার।

এর পর কোচ উনাই এমরির সঙ্গে বেয়াদবি করেন সাবেক এ বার্সা তারকা।

সবশেষ খবর, ক্লাব থেকে নেইমারের বাড়তি সুবিধা মানতে পারছেন না সতীর্থরা। এ নিয়ে পিএসজি ড্রেসিংরুমেও চলছে নানা টানাপড়েন।

ফরাসি সংবাদমাধ্যম লা পারিসিয়েন জানিয়েছে, পিএসজিতে নেইমারের জন্যই দুজন ব্যক্তিগত ফিজিওথেরাপিস্ট রয়েছেন। যারা শুধু এই ব্রাজিলিয়ান তারকারই দেখভাল করেন। বিশেষ সুবিধার মধ্যে আরও রয়েছে আর্থিক সুবিধা।

এ ছাড়া নিজের পছন্দমতো ব্র্যান্ড বাছাই করা ও ব্যবহারের স্বাধীনতা রয়েছে তার। এসব সুবিধার সঙ্গে আগামী মৌসুমে আরও সুবিধা যোগ হওয়ার কথা রয়েছে।

আর এসব নিয়েই পিএসজিতে নেইমারকে ঘিরে বিতর্ক বাড়ছে বই কমছে না।

গত ৪ আগস্ট ৫ বছরের চুক্তিতে নেইমারকে দলে ভেড়ায় পিএসজি। সে জন্য বার্সাকে ২২২ মিলিয়ন ইউরো বাই-আউট ক্লজ পরিশোধ করতে হয় ফরাসি ক্লাবকে। ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোস দিয়ে শুরু হয় নেইমারের ক্লাব ক্যারিয়ার। এর পর বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হন নেইমার। বার্সার হয়ে একশর বেশি গোল করেন নেইমার। ক্যাম্প ন্যুতে থাকাকালে দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়নস লিগসহ আটটি শিরোপা ছুঁয়ে দেখেছেন এই ব্রাজিলিয়ান সেনসেশন।

পূর্ববর্তী নিবন্ধমগবাজার-মৌচাক উড়ালসড়কের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধআত্মপক্ষ সমর্থনে খালেদা জিয়ার বক্তব্য ফের ২ নভেম্বর