নুসরাতের ভোট প্রচারণার যে ছবি ভাইরাল

 পপুলার২৪নিউজ ডেস্ক :

পুরোদস্তুর রাজনীতিবিদে পরিণত হয়েছেন জনপ্রিয় টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। রাজনীতির মাঠে নুসরাতের এমন শ্রম ও আগ্রহ দেখে মুগ্ধ দলের প্রধান মমতা ব্যানার্জি। নুসরাতের বাকপটুতায় বেশ খুশি তিনি।

যে কারণে বসিরহাটের বাইরেও বিভিন্ন জেলায় নুসরাতকে নিজের সঙ্গে প্রচারণার কাজে যাচ্ছেন তৃণমূল নেত্রী।

সেখানেও কথার ফুলঝুড়ি মেলে বসেন নুসরাত। সিনেমার নায়িকাকে দেখতে ও তার কথা শুনতে চলে আসেন ভোটাররা।

তবে এবার তার নতুন এক কৌশল যেমন সবার নজর কেড়েছে, সোশ্যাল মিডিয়াও তা ভাইরাল। তুমুল তর্কে-বিতর্কের বেড়াজালে ঢুকে পড়েছে নুসরাতের একটি ছবি।

গতকাল (বৃহস্পতিবার) বিকালে ভোট প্রচারণায় তৃণমূল কংগ্রেস প্রার্থী নুসরাত গিয়েছিলেন পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বেড়াচাঁপার নিকটবর্তী স্বরূপনগরে।সেখানে কচুয়া নামক স্থানে লোকনাথ মন্দিরে প্রবেশ করেন তিনি। এটুকুতে কোনো অভিযোগ নেই নেট জনতায়।

তবে নুসরাতের যে ছবি নিয়ে সমালোচনা শুরু হয়েছে তাহলো সেদিন মন্দিরে তাকে লোকনাথকে পূজা করতে দেখা গেছে।

একজন মুসলমান হয়ে কীভাবে এ কাজটি করতে পারলেন সে বিষয়ে কলকাতার মুসলিমদের অনেকেই প্রশ্ন তুলেছেন।

সেসব প্রশ্নকারীর সঙ্গে সহমত জানিয়েছেন অনেক সনাতনী ধর্মাবলম্বীও।

অনেককেই লিখতে দেখা গেছে, কচুয়ার হিন্দু ভোটারদের টানতে নিজের ধর্ম বিসর্জন দিলেন নুসরাত।

ভাইরাল সেই ছবিটি। ছবি: ফেসবুক

সোশ্যাল মিডিয়ায় এমন তীর্যক মন্তব্যের কড়া জবাবও দিয়েছেন নুসরাত। তিনি বলেন ‘ঈশ্বর এক ও মহান। আমি ধর্মের ভেদাভেদ মানি না।’ তার ধর্মপালন নিয়ে কটাক্ষের জবাবে তিনি বলেন ‘আমি মুসলিম পরিবারের মেয়ে, আমি কোরান পড়েছি, গীতা পড়েছি, বাইবেল পড়েছি। ’

নুসরাতের এমন জবাবে সমালোচনাকারীরা থামবে কিনা এখন সেটিই দেখার বিষয়।

পূর্ববর্তী নিবন্ধবিচ্ছেদের আশঙ্কায় ভুগতেন আলিয়া
পরবর্তী নিবন্ধরামকৃষ্ণ বিদ্যালয়ের প্রশ্নপত্রের বিষয়টি তদন্তসাপেক্ষে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী