পপুলার২৪নিউজ ডেস্ক:
ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম নুরু হত্যার ঘটনায় আদালতে মামলা দায়ের করেছেন তার স্ত্রী।
মামলায় রাউজান নোয়াপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শেখ মোহাম্মদ জাবেদ এবং বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়াসহ ১৩ জনকে আসামি করা হয়েছে।
অন্য আসামিরা হলেন- বাবুল মেম্বার, খালেক মেম্বার, জসিম, সেকান্দর, নাসের ওরফে টাইগার নাসের, এমরান, মো. হাসান, নুরুল ইসলাম, লিটন, মেহেদি ও রব্বান।
বুধবার চট্টগ্রাম মহানগর হাকিম মাসুদ পারভেজের আদালতে নিহত নুরুর স্ত্রী সুমি আক্তার বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
আদালত মামলা গ্রহণ করে চট্টগ্রাম মহানগর ও জেলায় নুরুর মৃত্যুর ঘটনায় অন্য কোনো মামলা হয়েছে কিনা তা জানিয়ে ২০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, নগর পুলিশ কমিশনার ও পুলিশ সুপারকে আদেশ দিয়েছেন।
পাশাপাশি সংশ্লিষ্ট থানাগুলোর ওসিদের প্রতিবেদন তৈরিতে সহযোগিতার নির্দেশ দেন।