নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

পপুলার২৪নিউজ,নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় জামির উদ্দিন (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নীলফামারী-ডোমার সড়কে সদর উপজেলার পালাশবাড়ির অদূরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জামির উদ্দিন ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার খারগাঁও গ্রামের আব্দুল কাদেরের ছেলে। তিনি একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের বিদ্যুৎমিস্ত্রি বলে জানিয়েছে সদর থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডোমার থেকে ট্রলিতে করে একটি রোড রোলার নিয়ে নীলফামারী অভিমুখে আসছিল একটি ট্রাক্টর। এ সময় হরতকীতলা পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের বাঁকে উল্টে পড়ে ট্রাক্টরটি। ওই ট্রলিতে থাকা বিদ্যুৎমিস্ত্রি জামির উদ্দিন রোড রোলারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

নীলফামারী সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, “নীলফমারী ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় জামিরের লাশ উদ্ধার করা হয়। ” নীলফামারী সদর থানার ওসি বাবুল আকতার বলেন, “এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহত জামির উদ্দিনের লাশ আজ বৃহস্পতিবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। “

পূর্ববর্তী নিবন্ধ৩৩৮ রানে অলআউট শ্রীলংকা
পরবর্তী নিবন্ধভারতের পাল্টা আঘাতে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৩ উইকেটে ১০৯