পপুলার২৪নিউজ নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ সচিবালয় (ক্যাডার বহিভূত গেজেটেড কর্মকর্তা এবং
নন-গেজেটেড কর্মচারী নিয়োগ) বিধিমালা ২০১৪ পর্যালোচনা করে দেখা যায় যে,
নিয়োগ বিধি বৈষম্যের কারনে পদোন্নতি থেকে বঞ্চিত প্রায় দশ হাজার অফিস সহায়ক
কর্মচারী। বাংলাদেশ সচিবালয় প্রশাসনের প্রানকেন্দ্র হওয়া সত্বেও মন্ত্রণালয়
/বিভাগে কর্মরত ১০ হাজার অফিস সহায়কদের পদোন্নতির সুযোগ খুবই সীমিত।
সূত্রে জানা গেছে, ২০১৪ সালে নিয়োগ বিধি সংশোধন কওে অফিস সহায়ক হতে শুধু
মাত্র অফিস সহাকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে, পদ খালি থাকা সাপেক্ষে ছয়
বছর পর পদোন্নতির নিয়ম থাকলেও নিয়োগ বিধির কারনে পদোন্নতি পাচ্ছে না
তারা। নিয়োগ বিধিতে উল্লেখ আছে যে, অফিস সহায়ক হতে অফিস সহকারী কাম
কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৩০ শতাংশ পদোন্নতি দেওয়ার বিধান রয়েছে। কিন্তু
প্রতিটি মন্ত্রণালয়/বিভাগে অফিস সহায়কদের পদ সংখ্যা বেশি থাকা সত্বেও পদোন্নতির
কোটা ৩০ শতাংশ হওয়াতে সঠিক সময়ে পদোন্নতি দেয়া হচ্ছে না। ফলে শিক্ষাগত
যোগ্যতা ও পদোন্নতি যোগ্য অভিজ্ঞতা থাকা সত্বেও একই পদে চাকুরি করে অবসরে
যাচ্ছে তারা।
বৈষ্যমের শিকার পরিকল্পনা মন্ত্রণালয়ের একজন জানায়, আমরা গত ১০ তারিখে পরিকল্পনা
মন্ত্রনালয়ের ৮০ জন অফিস সহায়ক দাবি সম্বলিত একটি আবেদন জনপ্রশাসন মন্ত্রণালয়ের
সচিব বরাবর পাঠানোর জন্য পরিকল্পনা কমিশনের সচিবকে অনুরোধ করেছেন। পরিকল্পনা
কমিশনের সচিব এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য আমাদের আশ্বস্ত করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে পরিকল্পনা বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক একজন যুগ্ম-সচিব
বলেন যে, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এবং নিয়োগ বিধি ২০১৪ সংশোধন হওয়া
প্রয়োজন। ২০১৪ সালের নিয়োগ বিধি পর্যালোচনা করে আরো দেখা যায় যে, অফিস
সহায়কদের নিয়োগের যোগ্যতা হল এসএসসি/সমমান পাশ। কিন্তু বাংলাদেশ সচিবালয়
ব্যতিত সরকারের অধিনস্থ অন্যান্য দপ্তর, পরিদপ্তর ও অধিদপ্তরের ৪র্থ শ্রেনীর অফিস
সহায়কদের নিয়োগের যোগ্যতা অষ্টম শ্রেনী পাশ। নিয়োগ লাভের যোগ্যতা অষ্টম
শ্রেনী পাশ হলেও ২০ তম গ্রেড এবং নিয়োগ লাভের যোগ্যতা এসএসসি পাশ হলেও
সেক্ষেত্রে ২০ তম গ্রেড করা হয়েছে যা এসএসসি পাশ বাংলাদেশ সচিবালয়ের অফিস
সহায়ক পদনাম ও একই গ্রেড হওয়া বৈষ্যমের শিকার কর্মচারীরা।