নিয়মিতভাবে কমছে চালের দাম, মসলার বাজারেও স্বস্তি

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পাইকারি বাজারে আরেক দফা দাম কমেছে বেশিরভাগ চালের। আমন মৌসুমে নতুন চাল বাজারে এলে দাম আরও কমার সম্ভাবনা রয়েছে বলে জানান পাইকাররা। স্থিতিশীল রয়েছে এলাচ, জিরাসহ সবধরনের মসলার দাম।
নিয়মিতভাবেই কমছে চালের দাম। তারই ধারাবাহিকতায় এবার মূল্যের চাকা যেন আরেকটু ঘুরলো নিচের দিকে। পাইকারদের সাথে কথা বলে জানা যায়, কেজিতে এক থেকে দুই টাকা কমে মিনিকেট ৪১ , আটাশ ৩৩, নাজিরশাইল বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজিতে।
ঈদের সময় পাইকারিতে প্রতি কেজি দারুচিনির বিক্রি হতো ৪০০ থেকে ৪১০ টাকা তা কমে ২৮০ থেকে ২৮৫ টাকা হয়েছে। এলাচির দাম ছিলো ২,২০০ থেকে ২,৬০০ টাকায় বিক্রি হতো কিন্তু কমে আবার দাঁড়িয়েছে ১,৫০০ থেকে ২ হাজার টাকা। প্রতি কেজি লবঙ্গ ৭৯০ থেকে ৮০০ টাকা, কমে দাঁড়িয়েছে ৫০০ থেকে ৬০০ টাকা। ইন্ডিয়ান জিরা ৩০০ থেকে ৩১০ টাকা, তুরস্কের জিরা ৩৬৫ থেকে ৩৭০ টাকা, কালো গোলমরিচ ৩৭৫ থেকে ৩৮০ টাকা, সাদা গোলমরিচ ৫৯০ থেকে ৬০০ টাকা, কালো জিরা ১৬৫ থেকে ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
তবে ডালসহ কোন পণ্যের দামই বাড়ার আশঙ্কা নেই বলে জানান পাইকাররা। তেলের বাজারে খোলা তেল কেজিতে ২ টাকা বেড়ে ৮২ টাকায় বিক্রি হলেও, অপরিবর্তিত রয়েছে বোতলজাত সয়াবিন তেলের দাম।

পূর্ববর্তী নিবন্ধআগামীকাল থেকে চবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু
পরবর্তী নিবন্ধএ মাসেই চালু হচ্ছে পুলিশের কমিউনিটি ব্যাংক