পপুলার২৪নিউজ,জেলা প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়রের ব্যক্তিগত শর্টগানের গুলিতে নিহত সাংবাদিকের স্ত্রীকে চাকরির নিশ্চয়তা দিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।
শনিবার রাতে শাহজাদপুরে নিহত সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের বাড়িতে শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
এসময় মোহাম্মদ নাসিম বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে একজন সাংবাদিককে গুলি করে হত্যা করা খুবই দুঃখজনক। হত্যাকারী যেই হোক কোন ছাড় দেয়া হবে না।
নিহত সাংবাদিকের স্ত্রীকে ২/৩ দিনের মধ্যে অ্যাসেনশিয়াল ড্রাগে (ওষুধ কোম্পানি) যোগদান করতে নিয়োগপত্র দেয়া হবে। পরবর্তীতে তাকে আরও ভাল কোনো জায়গায় পোস্টিং দেয়া হবে বলেও প্রতিশ্রুতি দেন স্বাস্থমন্ত্রী।
এ সময় মন্ত্রী নিহতের পরিবারকে নগদ এক লাখ টাকা অনুদান প্রদান করেন।
এ সময় স্থানীয় এমপি ও সাবেক উপমন্ত্রী হাসিবুর রহমান স্বপন, মন্ত্রী পত্নী বেগম লায়লা নাসিম, জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলিমুন রাজীব প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুরে পেশাগত দায়িত্ব পালনকালে শাহজাদপুর পৌর মেয়রের শটগানের গুলিতে দৈনিক সমকালের শাহজাদপুর উপজেলা প্রতিনিধি আবদুল হাকিম শিমুল গুরুতর আহত হন।
পরে তাকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।
শুক্রবার দুপুরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তিনি মারা যান।