নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৫ জেলের কারাদণ্ড

পপুলার২৪নিউজ ,জেলা প্রতিনিধি:
নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ভোলায় ৫ জেলেকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে পারভেজ ও হারুনকে এক বছর করে এবং আক্তার, আনোয়ার ও সবুজকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়।

আজ মঙ্গলবার দুপুরে ভ্রম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মৃধা মোজাহিদুল ইসলাম এ দণ্ডাদেশ দেন।
এ ব্যাপারে ভোলা সদর সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান জানান, মা ইলিশ রক্ষা অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড ও মৎস্য বিভাগের দুটি পৃথক অপারেশন টিম মেঘনায় অভিযান চালায়। এ সময় মেঘনার তুলাতলী ও ইলিশা পয়েন্ট থেকে ২০ হাজার মিটার কারেন্ট জাল ও একটি ট্রলারসহ ৭ জেলেকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করলে আদালত ৫ জনকে কারাদণ্ড ও দুই জেলের বয়স কম থাকায় তাদের ছেড়ে দেন।

 

পূর্ববর্তী নিবন্ধকিশোরগঞ্জে পিকআপ-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
পরবর্তী নিবন্ধপ্রধান বিচারপতি ক্যানসারে আক্রান্ত:আইনমন্ত্রী