নিশ্চিতভাবেই তাদের হারিয়ে দেবো: আর্জেন্টিনা ম্যাচ নিয়ে রাফিনহা

স্পোর্টস ডেস্ক:

ফুটবলে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের আরও এক জমজমাট লড়াই। বিশ্বকাপ বাছাইয়ে আগামীকাল বুধবার বাংলাদেশ সময় ভোর ৬টায় মুখোমুখি হবে ফুটবল বিশ্বের দুই পরাশক্তি ব্রাজিল-আর্জেন্টিনা। ভক্তদের কাছে যা ‘সুপার ক্লাসিকো’ নামেও পরিচিত।

দু’দলের হাড্ডিহাড্ডি লড়াই হলেও সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় এগিয়ে থাকছে আর্জেন্টিনাই। কেননা, গেল ৬ বছর ধরে আলবিসেলেস্তাদের বিপক্ষে জয় নেই ব্রাজিলের।

সর্বশেষ ২০১৯ সালের ৩ জুলাই কোপা আমেরিকায় আর্জেন্টিনাকে হারিয়েছিল সেলেসাওরা। এরপর আরও চারবার দেখা হলেও জয়ের স্বাদ পায়নি ব্রাজিল। তিনটিতে জিতেছে আর্জেন্টিনা, বাকি এক ম্যাচ হয়েছে ড্র।

ফর্ম যাই হোক, সুপার ক্লাসিকোতে দু’দলের ফুটবলারদের মধ্যেই বিরাজ করে বাড়তি উত্তেজনা। সেই রেশ ভক্ত-সমর্থকদের মধ্যেও দেখা যায়।

এবার ম্যাচের আগে বিরাজমান সেই উত্তেজনাকে আরও উসকে দিলেন ব্রাজিলের ফরোয়ার্ড রাফিনহা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে রীতিমতো হুমকি দিয়ে রেখেছেন তিনি।

ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ‘রোমারিও টিভি’তে রাফিনহা বলেন, ‘নিশ্চিতভাবেই আমরা তাদের হারিয়ে দিবো। হারাবো মানে হারাবোই। মাঠে এবং প্রয়োজন হলে মাঠের বাইরেও। আমি গোল করতে যাচ্ছি। আমাদের যা আছে সব নিয়েই মাঠে নামবো।’

২০২৩ সালের নভেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের একটি ম্যাচে ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এরপর বিতর্কের মুখে একটি ম্যাচ বাতিলও হয়। এবারও সম্ভব্য সংঘর্ষ নিয়েই আলোচনা করছেন ভক্ত-সমর্থকরা। এর মধ্যেই রাফিনহার এমন আক্রমণাত্মক মন্তব্য।

আর্জেন্টিনা-ব্রাজিলের ফুটবলারদের মধ্যে দা-কুমড়া সম্পর্ক থাকলেও বন্ধুত্বের গল্পও আছে। লিওনেল মেসি ও নেইমারের বন্ধুত্বের কথা কেন না জানে!

২০২১ সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জিতেছিল আর্জেন্টিনা। শিরোপা জিততে না পেরে মেসিকে জড়িয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন নেইমার। পরে একসঙ্গে বসে আড্ডাও দিয়েছিলেন তারা।

আগামীকালের ম্যাচে মেসি-নেইমার নেই। তাই এ ম্যাচের আগে শান্তির বার্তা নিয়ে এসেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সংবাদ সম্মেলনে ব্রাজিলের সঙ্গে বন্ধুত্বের বার্তা দিয়েছেন বিশ্বকাপজয়ী কোচ।

স্কালোনি বলেন, ‘মাঠে যোদ্ধা এবং মাঠের বাইরে বন্ধু। আমি খেলোয়াড়ের বিবৃতি নিয়ে খুব গভীরে যেতে চাই না। কিন্তু আমি এটা সম্পর্কে জানি। আর্জেন্টিনা বনাম ব্রাজিল গুরুত্বপূর্ণ ম্যাচ। কিন্তু এরপরও এটা একটা ফুটবল ম্যাচ। এর বাইরে যাওয়া উচিত নয়।’

পূর্ববর্তী নিবন্ধসন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
পরবর্তী নিবন্ধহতাশ সানি দেওল ছাড়ছেন বলিউড