নিলামে বিক্রি হলো হিটলারের ৪ পেইন্টিং

 পপুলার২৪নিউজ ডেস্ক:

হিটলার যে ছবি আঁকতেন, তা অনেকেরই হয়ত জানা নেই। একথা জানলে অনেকেই অবাক হবেন যে, হিটলার কয়েক হাজার ছবি এঁকেছেন। সম্প্রতি যুক্তরাজ্যে নিলামে বিক্রি হলো নাৎসি বাহিনীর প্রধান অ্যাডলফ হিটলারের চারটি দুষ্প্রাপ্য পেইন্টিং৷ এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডেকান ক্রনিকল।

আয়োজকদের পক্ষ থেকে জানান হয়েছে যা মূল্য অনুমান করা হয়েছিল তারচেয়ে কম মূল্যেই বিক্রি হয়েছে ছবিগুলো৷

নিলামে হিটলারের ছবিগুলোর দাম ওঠে সাড়ে সাত হাজার পাউন্ড৷ যদিও  প্রতিটিতে রয়েছে হিটলারের স্বাক্ষর ও তারিখ রয়েছে৷

আয়োজকরা জানিয়েছেন, ছবিগুলো তারা আরও বেশি দামে বিক্রির আশা করছিলেন। তাদের অনুমান ছিল প্রতিটি ছবির জন্য পাঁচ থেকে সাত হাজার পাউন্ড দাম পাওয়া যাবে৷ তবে তাদের নিরাশ করে চারটি ছবির দাম উঠল যথাক্রমে মাত্র ১৬০০, ১৫০০, ২৪০০ ও ২০০০ পাউন্ড৷

সবগুলি ছবি অবশ্য বিক্রি হয়নি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এখনও অবিক্রিত রয়ে গেছে হিটলারের আঁকা দুই থেকে তিন হাজার ছবি৷ যেগুলো পরবর্তী সময়ে নিলামে তোলা হবে৷

পূর্ববর্তী নিবন্ধসব সময়ের উপযোগী কিছু ব্যায়াম
পরবর্তী নিবন্ধ‘ফেসবুক পোস্টের জেরে কারও জেলে যাওয়া কাম্য নয়’