পপুলার২৪নিউজ ডেস্ক:
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলের দশম আসরের নিলাম শেষ হয়েছে। সোমবার সকালে বেঙ্গালুরুতে নিলাম শুরু হয়।
এবারের আসরের নিলামে সবচেয়ে বড় চমক ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। রাইজিং পুনে সুপারজায়ান্ট সাড়ে ১৪ কোটি রুপিতে স্টোকসকে দলে নিয়েছে।
এবারের আসরে আরেক চমক দুই আফগান ক্রিকেটার। তারা হলেন মোহাম্মদ নবী এবং রশিদ খান। তাদের দুজনকেই দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।
তবে টাইগার ভক্তদের জন্য দুঃসংবাদ হল নতুন করে বাংলাদেশের কোনো ক্রিকেটার দল পাননি।
সবচেয়ে বড় বিষয় হল নিলামের তালিকায় ওপেনার তামিম ইকবাল এবং তাসকিন আহমেদের নাম থাকলেও তাদের ডাকাই হয়নি।
বাংলাদেশী ক্রিকেটারদের মধ্যে নিলামে নাম ছিল এনামুল হক বিজয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল এবং তাসকিন আহমেদের।
বিজয়, রিয়াদ এবং মিরাজের নাম নিলামে ডাকা হয়। তবে তাদের দলে নেয়ার আগ্রহ দেখাননি কেউ। আর তামিম ও তাসকিনের নামই ডাকা হয়নি।
বাংলাদেশের এ ৫ ক্রিকেটারের ভিত্তি মূল্য ধরা হয়েছিল ৩০ লাখ রুপি।