লিওনার্দো দ্য ভিঞ্চির একটি ড্রয়িং পুনরুদ্ধারের পর তা নিলামে তুলতে যাচ্ছে প্যারিসের নিলাম প্রতিষ্ঠান তাজান। ২০১৯ সালের জুনে এটি নিলামে তোলা হবে বলে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে।
এর আগে গত বছর রেনেসাঁ মাস্টার খ্যাত এই বিশ্ব বিখ্যাত শিল্পীর ছবি ‘স্যালভাতর মুন্ডি’ নিলামে ৪৫০ মিলিয়ন ডলারে বিক্রি হয়। ভিঞ্চির মৃত্যুর ৫০০ বছর পর ছবিটি নিলামে উঠতে যাচ্ছে।
নিলাম প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রোডিকা সেওয়ার্ড বলেন, তাজান আশা করছে ১৪৯২ সালে আঁকা এই ছবিটি ৩০ মিলিয়ন থেকে ৬০ মিলিয়ন ডলারে বিক্রি হবে। ‘ডাবল সাইডেড’ বা উভয় পৃষ্ঠায় আঁকা চিত্রকর্মটি ২০১৬ সালে পুনরুদ্ধার করেন তাজানের পুরনো ছবির বিশেষজ্ঞ থাডি প্রেইট।
ছবিটির এক পৃষ্ঠায় কালি ও কলমে আঁকা একটি গাছের সঙ্গে বাঁধা সেইন্ট সেবাস্তিয়ান। অপর পৃষ্ঠায় রয়েছে মোমবাতির আলো। এটিও করা কালি ও কলমে।