নিলামে অবিক্রিত পেসারকে ৭৫ লাখে দলে নিলো হায়দরাবাদ

স্পোর্টস ডেস্ক:

আগামী ২২ মার্চ থেকে মাঠে গড়াবে এবারের আইপিএল। আসর শুরুর ১৬ দিন আগে স্কোয়াডে পরিবর্তন আনলো সানরাইজার্স হায়দরাবাদ। ইংল্যান্ডের পেসার ব্রাইডন কার্সের বদলি হিসইসে দক্ষিণ আফ্রিকার পেসার উইয়ান মুল্ডারকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।

নিলাম থেকে কার্সকে ১ কোটি রুপিতে কিনেছিল হায়দরাবাদ। কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে খেলার সময় চোট পান তিনি। আইপিএলের আগে ফিট হতে পারবেন না কার্স। ফলে তার বিকল্প খুঁজতে বাধ্য হয়েছে হায়দরাবাদ।

হায়দরাবাদ কার্সের বদলে দক্ষিণ আফ্রিকার উইয়ান মুল্ডারকে দলে নিয়েছে। দুজনের খেলার ধরন একই রকম। পেসের পাশাপাশি ব্যাটের হাতেও দলের প্রয়োজনে অবদান রাখতে পারেন। মুল্ডারকে তার ভিত্তি মূল্য ৭৫ লাখ রুপিতে দলে নিয়েছে হায়দরাবাদ।

দক্ষিণ আফ্রিকার হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলেছেন মুল্ডার। জাতীয় দলের হয়ে ১১টি টি-টোয়েন্টি, ১৮টি টেস্ট ও ২৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে বল হাতে ৬০ উইকেট নিয়েছেন । পাশাপাশি ব্যাট হাতে ৯৭০ রান করেছেন।

এবারের আইপিএলে দ্বিতীয় দিনই খেলতে নামবে হায়দরাবাদ। ২৩ মার্চ ঘরের মাঠে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে তারা।

পূর্ববর্তী নিবন্ধচ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আম্পায়ার হিসেবে যারা থাকছেন
পরবর্তী নিবন্ধসিরিয়ায় আসাদ অনুগতদের সঙ্গে সরকারি বাহিনীর ব্যাপক সংঘর্ষ, নিহত ৪১