নির্বাচন স্বচ্ছ ও সুন্দর হচ্ছে: ভিপি প্রার্থী শোভন

পপুলার২৪নিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন স্বচ্ছ ও সুন্দর হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (১১ মার্চ) সকাল ৯টা ১১ মিনিটে হাজী মোহাম্মদ মুহসিন হল কেন্দ্রে ভোট দেয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

ভোটের পরিবেশ সম্পর্কে সাংবাদিকদের শোভন জানান, মহসিন হলের পরিবেশ দেখেই বুঝা যাচ্ছে যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হচ্ছে।

হলের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছেন জানিয়ে তিনি বলেন, ভোট দিতে উদগ্রীব শিক্ষার্থীরা সকাল থেকে লাইন ধরে দাঁড়িয়ে আছেন। দীর্ঘ ২৮ বছর পর ভোট দিতে পেরে তারা আনন্দিত।

এসময় সহসভাপতি (ভিপি) প্রার্থী এই ছাত্রলীগ সভাপতিকে কুয়েত-মৈত্রী হলের ছাত্রীদের ভোট বর্জন ও সিল মারা ব্যালট পাওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হয়।

সাংবাদিকদের সেই প্রশ্নে শোভন বলেন, বিষয়টা আমি জানি না। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষকরা এসব দেখবে।

ছাত্রদলের ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে এমন অভিযোগ প্রসঙ্গে শোভন বলেন, লাইনে যারা দাঁড়াচ্ছে তারাই ভোট দিতে পারছে।

ডাকসু নির্বাচন বিষয়ে এসব অভিযোগ গুজব হিসেবে দেখা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সোমবার সকাল ৮টা থেকে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। একটানা দুপুর ২টা পর্যন্ত এ ভোটগ্রহণ চলবে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় নির্বাচনের মতো আগের রাতেই সিল মেরে রাখা হয়েছে: নুর
পরবর্তী নিবন্ধভোট দিলেন জিএস প্রার্থী গোলাম রাব্বানী