নির্বাচন সুষ্ঠু করতে জাতির কাছে দায়বদ্ধ ইসি : সিইসি

 পপুলার২৪নিউজ প্রতিবেদক :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, নির্বাচন সুষ্ঠু করতে জাতির কাছে দায়বদ্ধ ইসি। সোমবার সকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। এ সময় জনগণের আস্থা অর্জনে কর্মকর্তাদের বিচারিক মানসিকতা নিয়ে কাজ করার নির্দেশ দেন তিনি ।

নুরুল হুদা বলেন, ‌‘আমরা প্রশ্নবিদ্ধ নয় এমন একটি নির্বাচন করতে চাই। কোনো রাজনৈতিক দল যেন এ বিষয়ে কোনো প্রশ্ন করতে না পারে। অর্থাৎ নিরপেক্ষ থেকে আমরা সুষ্ঠু একটি নির্বাচন করতে চাই। ’ ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে সিইসি বলেন, নির্বাচনের যে চারদিন আপনারা দায়িত্ব পালন করবেন তা যেন প্রশ্নের ঊর্ধ্বে থাকে।

তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন, কোন দল বা ব্যক্তির প্রতি নজর নেই।

পূর্ববর্তী নিবন্ধনির্বাচনে অংশ নিতে বাধা নেই টুকু-দুলুর
পরবর্তী নিবন্ধমটরগাড়ি প্রতীক পেলেন সালমা ইসলাম