‘নির্বাচন বিতর্কিত হলে দেশ ভয়াবহ পরিণতিতে পড়বে’

সিলেট প্রতিনিধি : আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি বিতর্কিত হয় তা হলে দেশ ভয়াবহ পরিণতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সম্পাদক অধ্যাপক ড. বদিউল আলম মজুমদার।

তিনি বলেছেন, ‘বিতর্কিত নির্বাচন যাতে না হয় সেজন্য নির্বাচন কমিশনকে ভূমিকা রাখতে হবে। রাজনৈতিক দলগুলোকে আলোচনার মাধ্যমে সমঝোতায় আসতে হবে।’

শনিবার সিলেটে সুজনের বিভাগীয় পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি দেশ ও গণতন্ত্র রক্ষায় সকল অশুভ শক্তিকে মোকাবেলা করতে সবাইকে সর্বশক্তি নিয়োগ করার আহবান জানান।

সিলেট নগরীর একটি হোটেল আয়োজিত বিভাগীয় পরিকল্পনা সভায় ড. বদিউল আলম মজুমদার আরো বলেন, ‘এক সময় সুজন দুর্বল ছিল। আমরা ভয় পেতাম। এখন আমরা শক্তিশালী। আমাদেরকে দুর্নীতিবাজ ও ক্ষমতা দখলকারীরা ভয় পায়।’

সুজন সম্পাদক বলেন, ‘আগামী একাদশ সংসদ নির্বাচনে সব দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এজন্য নির্বাচন কমিশনকে সকলের পরামর্শ নিতে হবে। নাগরিক সমাজ যদি সোচ্চার হয়, তাহলে একটি গ্রহণযোগ্য নির্বাচন হওয়ার ক্ষেত্রে গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।’

সুজন-সিলেট কমিটির সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে ও সুজনের কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সুজন-সুনামগঞ্জ জেলার সভাপতি অ্যাডভোকেট হোসেন তৌফিক চৌধুরী, মৌলভীবাজার সভাপতি ছাদিক আহমদ, সিলেটের সহ-সভাপতি অ্যাডভোকেট ইরফানুজ্জামান চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক একে এম শিবলী প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধরওশনের গান শুনে মুচকি হাসলেন এরশাদ
পরবর্তী নিবন্ধভালুকায় বিস্ফোরণস্থলে যাচ্ছে বোমা নিষ্ক্রিয়করণ দল