নির্বাচন করতে পারবেন না আমানুল্লাহ আমান

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

ঢাকা-২ আসনের প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমানের মনোনয়ন আপিল শুনানিতে খারিজ করে দিয়েছেন নির্বাচন কমিশন। এর ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না আমান।

শনিবার ইসির আপিল শুনানিতে দুর্নীতির দায়ে তার মনোনয়নপত্র বাতিল করা হয়।

এর আগে দুর্নীতি মামলায় সাজা পাওয়ায় ‘ঢাকা-২’ আসনে আমানুল্লাহ আমানের মনোনয়ন বাতিল করেছিল রিটার্নিং কর্মকর্তা।

ইসির তফসিল অনুযায়ী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেয়ার পর থেকে প্রার্থী ও তার সমর্থকরা নির্বাচনী এলাকায় প্রচার-প্রচারণা চালাতে পারবেন।

পূর্ববর্তী নিবন্ধআব্বাস দম্পতির মনোনয়ন বৈধ
পরবর্তী নিবন্ধআপিলে বৈধতা পেলেন নাজমুল হুদা