নির্বাচনে ভারতের সহযোগিতা চাই না: গয়েশ্বর

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
নির্বাচনে কোনো কারিগরি সহযোগিতা চাইলে ভারত সহযোগিতা করবে ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার এমন বক্তব্যের কড়া সমালোচনা করে নির্বাচনের তাদের সহযোগিতা চান না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ভারতের হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলাকে সবিনয়ে বলছি নির্বাচনে আপনাদের সহযোগিতার প্রয়োজন নেই। কারণ আপনাদের সহযোগিতায় ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন আমরা দেখেছি। আপনাদেরকে বলতে চাই, যে আওয়ামী লীগ লুটপাট ও বিদেশে টাকা পাচারসহ অন্যান্য অপকর্মের সঙ্গে জড়িত, তাদের সহযোগিতা করেন তা দেশের মানুষ চায় না। তাই আপনাদের বলতে চাই, এদেশের জনগণকে ভারত বিদ্বেষী করে তুলবেন না।

মওলানা ভাষাণীর ঐতিহাসিক ফারাক্কা লং মার্চ স্মরণে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির এ শীর্ষ নেতা এসব কথা বলেন।

রাজধানীর তোপখানা রোডের শিশু কল্যাণ পরিষদে এ আলোচনা সভার আয়োজন করে মওলানা ভাষাণী স্মৃতি পরিষদ।

পরিষদের সভাপতি জিয়াউল হক মিলুর সভাপতিত্বে আয়োজিত সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা নজমুল হক নান্নু, কাজী মনিরুল হুদা, গোলাম মহিউদ্দিন খান, ন্যান্সি রহমান, আবু বকর প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিরাজগঞ্জে বেসরকারি কলেজ শিক্ষকদের মানববন্ধন
পরবর্তী নিবন্ধদিনাজপুর ও গাইবান্ধা থেকে সন্দেহভাজন ২ জেএমবি সদস্য গ্রেপ্তার