নির্বাচনে আস্থা নেই, তাই ভোটার কেন্দ্রে আসছে না: ড. কামাল

নিজস্ব প্রতিবেদক: জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, নগরীর ভোটাররা এই সিটি নির্বাচনে আস্থায় নিতে পারছেন না। তাই তারা ভোট দিতে ভোটকেন্দ্রে আসছে না।

শনিবার সকালে তিনি রাজধানীর ভিকারুন্নিসা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেয়ার পর এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন।

ড. কামাল বলেন, জনগণ ইভিএমের (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ওপর কোনো আস্থা রাখতে পারছে না। তারা ভাবছে, এই পদ্ধতিতে ভোট দিয়ে কোনো লাভ হবে না। ভোটারদের উপস্থিতি দেখে আমি মোটেও সন্তুষ্ট নয়। সাড়ে ১০টার মধ্যে মাত্র একশ’রও কম ভোট পড়েছে।

ভোটারদের ভোট দিতে বাধা দেয়া হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, বিভিন্ন জায়গা থেকে নানা অভিযোগ আসছে, তাদেরকে ভোট দিতে বাধা দেয়া হচ্ছে। এরকম অভিযোগ আমার কাছেও আসছে।

পূর্ববর্তী নিবন্ধছাতকে স্কুল ছাত্র হত্যাকান্ডে ইউপি চেয়ারম্যানসহ ৩৪ জনের বিরুদ্ধে মামলা
পরবর্তী নিবন্ধসাংবাদিকের ওপর হামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : আইজিপি