নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি

জ্যেষ্ঠ প্রতিবেদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটার তালিকা, স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম সংরক্ষণে মাঠ পর্যায়ের কার্যালয়গুলোর সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে আঞ্চলিক, জেলা, উপজেলা বা থানা পর্যায়ের নির্বাচন কার্যালয়ের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে সংস্থাটি।

ইসির সেবা শাখা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ।

সম্প্রতি অনুষ্ঠিত মাঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে ইসির কাছে কার্যালয়গুলোর নিরাপত্তা নিয়ে শঙ্কা তুলে ধরা হয়। আলোচলার পর ওই বৈঠকেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সুপার এবং জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার সিদ্ধান্ত নেয় কমিশন।

জননিরাপত্তা বিভাগে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি শুরু হয়েছে। নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা, ব্যালট বাক্স, ব্যালট পেপার ও বিভিন্ন প্রকারের অতি গুরুত্বপূর্ণ নির্বাচনী মালামাল নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের ১০টি আঞ্চলিক নির্বাচন অফিস, প্রতিটি জেলা নির্বাচন অফিস, প্রত্যেক উপজেলায় উপজেলা নির্বাচন অফিস এবং মেট্রোপলিটন এলাকায় থানা নির্বাচন অফিসসমূহে সংরক্ষণ করা হবে।

এতে আরও বলা হয়েছে, জাতীয় নির্বাচনের আগে এসব অফিসের নিরাপত্তা হুমকির মধ্যে পড়তে পারে মর্মে আশঙ্কা করা হচ্ছে। জনস্বার্থে ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অগ্রাধিকার দিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের ওই অফিসসমূহের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ জরুরি।

চিঠিতে বলা হয়, এ অবস্থায় নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠ পর্যায়ের প্রতিটি কার্যালয় বিশেষত আঞ্চলিক নির্বাচন অফিস, জেলা নির্বাচন অফিস, উপজেলা নির্বাচন অফিস বা থানা নির্বাচন অফিসসমূহের এখন থেকে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ইসি।

পূর্ববর্তী নিবন্ধসংলাপে বসতে আইনে প্রতিবন্ধকতা নেই: আইনমন্ত্রী
পরবর্তী নিবন্ধসোনার দাম ফের লাখ টাকা ছাড়াল