নির্বাচনী এলাকায় ফারুক খান এমপি’র জাকাতের কাপড় বিতরণ

মেহের মামুন, গোপালগঞ্জ : গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান এমপি’র পারিবারিক তহবিল থেকে প্রাপ্ত জাকাতের কাপড় বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফারুক খানের পক্ষে তার বড় মেয়ে কানতারা খান মুকসুদপুর ও কাশিয়ানির বিভিন্ন স্পটে উপস্থিত হয়ে দু’উপজেলার স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের উপস্থিতিতে তিনি এসব বিতরণ করেন। মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক জাহিদুর রহমান জানান ৪ ও ৫ মে দুইদিন ব্যাপি মুহাম্মদ ফারুক খান এমপির পক্ষে তার কন্যা কানতারা খান মুকসুদপুর উপজেলার এবং কাশিয়ানি উপজেলার সকল ইউনিয়নের হতদরিদ্র মানুষের মধ্যে ৩ হাজারের বেশী শাড়ী ও লুঙ্গি তাদের পারিবারিক জাকাতের কাপড় বিতরণ করেন। এর সংখ্যা সাড়ে ৫ হাজোরের বেশী। উল্লেখ্য মুহাম্মদ ফারুক খান এমপি বিগত ত্রিশ বছর তাদের পারিবারিক যাকাতের অর্থ তার নির্বাচনী এলাকায় বন্টন করে আসছেন। এ সময় তার সাথে মুকসুদপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রবিউল ইসলাম, মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সহ-দফতর সম্পাদক রফিকুল বারী লিপন, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহমুদ খান কুটি, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান কামাল এবং বিভিন্ন স্পটে সংশ্লিষ্ট ইউনিয়নের উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগে নের্তৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী নিবন্ধসীমিত পরিসরে হজের পরিকল্পনা সৌদির
পরবর্তী নিবন্ধখালেদার বিদেশে চিকিৎসার আবেদন আইন মন্ত্রণালয়ে : স্বরাষ্ট্রমন্ত্রী