নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই সার্চ কমিটি নিয়ে প্রশ্ন: মেনন

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

11বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, ‘আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি সার্চ কমিটি নিয়ে প্রশ্ন তুলছে। তারা জানে যে তারা নির্বাচনে হেরে যাবে। তাই হারার আগাম অজুহাত তৈরি করে রাখছে।

শনিবার শহীদ আসাদ মিলনায়তনে ঢাকা মহানগর ওয়ার্কার্স পার্টির সভায় তিনি এসব কথা বলেন। মহানগর কমিটির সভাপতি আবুল হোসাইনের সভাপতিত্বে পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ মহানগর কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতির সাথে কূটনীতিকদের সাক্ষাৎ চাওয়ার প্রশ্নে বিস্ময় প্রকাশ করে মেনন বলেন, বাংলাদেশ এমন জায়গায় দাঁড়িয়ে নেই যে অভ্যন্তরীণ ব্যাপারে অন্যের অন্যায় হস্তক্ষেপ মেনে নেবে।

 

পূর্ববর্তী নিবন্ধসড়কে চলাচলের নিরাপত্তায় আইন হবে : স্পিকার
পরবর্তী নিবন্ধরোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে বাংলাদেশে আনান কমিশন