নির্বাচনকে ঘিরে নাশকতার আশঙ্কা দেখছে না ভারত

পপুলার২৪নিউজ প্রতিবেদক:
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, বাংলাদেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোনো নাশকতার আশঙ্কা দেখছে না ভারত।

বৃহস্পতিবার রাজধানীর বনানী সেতু ভবনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

হর্ষবর্ধন বলেন, ‘ভারত আশা করে আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে।’

তিনি বলেন, ‘আগামী নির্বাচনকে সামনে রেখে কোনো নাশকতার আশঙ্কা দেখছে না ভারত। আমরা আশা করি সবার অংশগ্রহণে নির্বাচন সুন্দর হবে।’

এর আগে বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘নির্বাচন নিয়ে তার (শ্রিংলা) সঙ্গে আমার কোনো কথা হয়নি। ভারত একটি বড় গণতান্ত্রিক দেশ। স্বাভাবিকভাবেই তারা চাইবে, বাংলাদেশে গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক।’

‘শুরু থেকেই তারা বলে আসছে, বাংলাদেশে সুষ্ঠু নিরপেক্ষ ও শান্তিপূর্ণ একটি নির্বাচন তারা প্রত্যাশা করে। আমাদের নির্বাচনে ভারত পক্ষপাতমূলক নাক গলানোর মতো কোনো ভূমিকা পালন করতে চায় না। নির্বাচনে বাংলাদেশের জনগণের মতামত প্রতিফলিত হবে, এটাই গণতন্ত্রিক একটি দেশ হিসেবে তারা প্রত্যাশা করে।’

পূর্ববর্তী নিবন্ধনভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল: ইসি সচিব
পরবর্তী নিবন্ধকূটনীতিকদের কাছে দাবি ও লক্ষ্য জানালো জাতীয় ঐক্যফ্রন্ট