নির্বাচনকালীন সরকারের বিষয়ে আমার বক্তব্য নেই: সিইসি

জেলা প্রতিনিধি,পপুলার২৪নিউজ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, নির্বাচনকালীন সরকার কিংবা সহায়ক সরকার বিষয়টি রাজনৈতিক। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।

সোমবার সাতক্ষীরা সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, আশা করা যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচেনে দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। এ নির্বাচনের জন্য আগামী অক্টোবরে বিভিন্ন কার্যক্রম শুরু হবে।

নুরুল হুদা বলেন, জনসংখ্যা বৃদ্ধি, ছিটমহল, নদীভাঙন, প্রশাসনিক জটিলতাসহ বিভিন্ন কারণে আগামী নির্বাচনে দেশের ৫০-৭০ আসনের সীমানা পুনর্বিন্যাস হতে পারে। এর মধ্যে এই কার্যক্রম শুরু হয়েছে।

এক প্রশ্নের উত্তরে সিইসি বলেন, নির্বাচনকালীন সরকার কিংবা সহায়ক সরকার বিষয়টি রাজনৈতিক। এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।

 

পূর্ববর্তী নিবন্ধ৭০ অনুচ্ছেদ নিয়ে দ্বিধাবিভক্ত হাইকোর্ট
পরবর্তী নিবন্ধছাতকে ইউএনও, পিআইও ভুয়া ভাউচারে কোটি টাকা আত্মসাৎ