নিজস্ব প্রতিবেদক : ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেছেন, দেড় বছর ধরে তিনি ভোক্তা অধিদপ্তরে রয়েছেন। এই সময়ে একটি কদমও প্রতিষ্ঠান প্রধানের নির্দেশনার বাইরে যাননি তিনি।
আজ মঙ্গলবার বিকেলে একটি বেসরকারি টেলিভিশনের ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার।
সম্প্রতি ভোক্তার স্বার্থে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে আলোচনায় আসেন মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার। গতকাল সোমবার আড়ংয়ে অভিযান চালান তিনি। দাম বেশি রাখায় জরিমানা ও আড়ংয়ের উত্তরা আউটলেট আট ঘণ্টা বন্ধ রাখা হয়।
অভিযানের পর গতকালই মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ারকে ভোক্তা অধিদপ্তর থেকে বদলি করে সড়ক ও জনপথ অধিদপ্তর, খুলনা জোনের এস্টেট ও আইন কর্মকর্তা হিসেবে যোগ দিতে বলা হয়। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় সমালোচনার ঝড়। পরে আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেই বদলি আদেশ বাতিল করা হয়।
সামগ্রিক বিষয়ে কথা বলতে গিয়ে মঞ্জুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘আমার যিনি প্রতিষ্ঠান প্রধান আছেন, আমার মহাপরিচালক মহোদয়, আমি অধিদপ্তরে দেড় বছর ধরে আছি, এখন পর্যন্ত আমার প্রতিটি কদম আমার মহাপরিচালকের নির্দেশনার বাইরে কখনো যাইনি। একই সাথে আমার মহাপরিচালক মহোদয় আমাকে সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, সেই আঙ্গিকে আমরা কাজ করছি।’
আইন বহির্ভূতভাবে গতকাল আড়ংকে জরিমানা করেছিলেন কি না, এমন প্রশ্নের উত্তরে ভোক্তা অধিদপ্তরের এই উপপরিচালক বলেন, ‘এখানে সুস্পষ্টভাবে ঘোষণা করতে চাই, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ওয়েবসাইটে দেওয়া রয়েছে, আপনারা সেটা পড়বেন। ভোক্তা অধিকারের ধারা অনুযায়ী আমরা কাজ করছি। এর ব্যত্যয় করার কোনো সুযোগ নেই।’