নিরাপত্তা ছাড়া রোহিঙ্গা ফেরত পাঠালে জনগণ মানবে না: ইসহাক

পপুলার২৪নিউজ প্রতিবেদক:

খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে বিরাজমান জুলুম-নির্যাতন বন্ধ না করে রোহিঙ্গাদের ফেরত পাঠালে বাংলাদেশের জনগণ তা মেনে নেবে না।

রোহিঙ্গাদের ফেরত পাঠানোর আগে তাদের পুড়িয়ে দেয়া ঘরবাড়ি ও জমি ফেরত প্রদান এবং শান্তিপূর্ণ বসবাসের নিশ্চয়তা দেয়ারও দাবি জানান তিনি।

শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে খেলাফত মজলিসের ঢাকা মহানগর শাখার ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় মাওলানা ইসহাক এসব কথা বলেন।

মহানগর আমির শেখ গোলাম আজগরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দলটির সেক্রেটারি অধ্যাপক আহমদ আবদুল কাদের, নায়েবে আমির অধ্যাপক খালেকুজ্জামান, মজিবুর রহমান, সাখাওয়াত হোসেন, ছাত্র মজলিশের সভাপতি ইলিয়াস আহমেদ ও শ্রমিক মজলিশের সভাপতি নূর হোসাইন প্রমুখ।

অধ্যাপক আহমদ আবদুল কাদের বলেন, নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে না।

তত্ত্বাবধায়ক সরকারের দাবি- রাজপথের আন্দোলন ছাড়া আদায় হবে না জানিয়ে এ জন্য নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার আহ্বান জানান তিনি।

মজিবুর রহমান বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার অবৈধ। সারা দেশ পাপে ভরে গেছে।  এর জন্য সরকারের শীর্ষ ব্যক্তিরা দায়ী বলেও মন্তব্য করেন তিনি।

সাখওয়াত হোসেন বলেন, বর্তমান সরকারের কার্যক্রম আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধদাগনভূঞায় শরীফ ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধভোলায় গ্যাস ভিত্তিক শিল্পায়ন হবে : বাণিজ্যমন্ত্রী