নিত্যপণ্যের বাজার দমন করতে পেরেছি: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

দেশে মূল্যস্ফীতির প্রভাব কম দাবি করে পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান বলেছেন, নিত্যপণ্যের বাজার দমন করতে পেরেছি। আমাদের ক্যাপাসিটি বেড়েছে।

বুধবার (২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরে পরিকল্পনা কমিশনের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন মন্ত্রী।

এনইসি সম্মেলন কক্ষে হওয়া সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সভায় উন্নয়ন বাজেট বা সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) উপস্থাপন করা হয়। এরপর অনুমোদন দেওয়া হয় উন্নয়ন বাজেট।

মূল্যস্ফীতি প্রসঙ্গে পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান বলেন, আমাদের বাজারে মূল্যস্ফীতির ছোবলের মাত্রা কম। বাজারে ক্রেতা ঢুকেছে, তারা মাল কিনেই বের হচ্ছে। গতকাল সিলেটে গেছিলাম, দেখছি ট্রাকে ট্রাকে মাল বিক্রি হচ্ছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের থেকে তুলনামূলকভাবে দেশে মূল্যস্ফীতির প্রভাব কম। যুক্তরাজ্যের তুলনায় কম মূল্যস্ফীতি।

পূর্ববর্তী নিবন্ধজনপ্রিয়তাই আমার শত্রুতার কারণ: জায়েদ খান
পরবর্তী নিবন্ধআফ্রিদিকে নিয়ে তুমুল আলোচনা, বাড়াবাড়ি বলছেন সালমান বাট