নিজের সিনেমার পোস্টার থেকেই বাদ ঊর্বশী!

বিনোদন ডেস্ক:

বলিউড অভিনেত্রী ঊর্বশী রাউতেলা। ক্যারিয়ারে যিনি কাজের চেয়ে বিতর্কিত কাণ্ডেই আলোচনায় থেকেছেন বেশি। কিছুদিন আগে হামলার শিকার হওয়া সাইফ আলি খানকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এবার খেলেন আরেকটি বড় ধাক্কা। তার অভিনীত একটি ছবির পোস্টার থেকেই বাদ পড়েছেন উর্বশী!

আগামী ২১ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে তেলেগু সিনেমা ‘ডাকু মহারাজ’। সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নন্দামুরি বালাকৃষ্ণ ও ববি দেওল। বিশেষ চরিত্রে রয়েছেন ঊর্বশী রাউতেলা। সম্প্রতি নেটফ্লিক্স ইন্ডিয়া সাউথ থেকে যখন ছবির পোস্টার শেয়ার করা হয়, সেখানে ঊর্বশীর কোনো উপস্থিতি দেখা যায়নি। আর এতে হতাশ তার অনুরাগীরা।

অনেকেই মনে করছেন, সাইফ আলি খানকে নিয়ে বিতর্কিত মন্তব্যই হয়ত এমনটি ঘটেছে। কারণ কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে ঊর্বশী বলেছিলেন, ‘ডাকু মহারাজ ইতোমধ্যেই ১০৫ কোটি আয় করেছে। আমার মা আমাকে হীরার রোলেক্স ঘড়ি উপহার দিয়েছেন, বাবা দিয়েছেন আরও একটি ছোট ঘড়ি। তবে আমি এগুলো প্রকাশ্যে পরতে ভয় পাব না, কারণ আমাকে কেউ আক্রমণ করবে না বা আমি নিরাপত্তাহীনতায় ভুগব না।’

ঊর্বশীর এই মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই মনে করেন, তিনি ইঙ্গিতে সাইফের সাম্প্রতিক হামলার প্রসঙ্গ তুলেছেন এবং বিষয়টিকে ব্যঙ্গ করেছেন। ব্যাপক সমালোচনার মুখে পড়ে তিনি পরে ক্ষমা চান। একটি খোলা চিঠিতে তিনি লেখেন, ‘প্রিয় সাইফ আলি খান স্যার, আমি আন্তরিকভাবে দুঃখিত। আপনার পরিস্থিতি সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না, তাই এই মন্তব্য করেছি। ‘ডাকু মহারাজ’-এর সাফল্যে এতটাই মেতে ছিলাম যে আপনার অবস্থা বুঝতে পারিনি। দয়া করে আমাকে ক্ষমা করুন।’

তবে তার এই ক্ষমা চাওয়াও যে কাজে আসেনি, তা বোঝা গেল ‘ডাকু মহারাজ’-এর নতুন পোস্টার দেখে, যেখানে ঊর্বশীর কোনো অস্তিত্বই নেই! এই ঘটনা নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে মজাদার প্রতিক্রিয়া। কেউ লিখেছেন, ‘আপনি হয়ত প্রথম অভিনেত্রী, যাকে নিজের সিনেমার পোস্টার থেকেই বাদ দেওয়া হল!’ আরেকজন কটাক্ষ করে বলেছেন, ‘এশিয়ার প্রথম নারী, যিনি নিজের সিনেমার পোস্টার থেকে বাদ পড়লেন!’

পূর্ববর্তী নিবন্ধজনতা ব্যাংকের ১০০ দিনের বিশেষ কর্মসূচি ঘোষণা
পরবর্তী নিবন্ধইসলামী ব্যাংক বরিশাল জোনের এজেন্ট ব্যাংকিং সম্মেলন অনুষ্ঠিত