নিজের নয়, অর্পার বিয়ের দাওয়াত দিলেন মেহজাবীন

বিনোদন ডেস্ক:
এক সপ্তাহ পর মেহজাবীনের বিয়ে। এ খবর ছড়িয়ে পড়েছে সবখানে। তবে চুপটি করে বসে আছেন কনে। অনেকে হয়তো বিয়ের নেমন্তন্ন পাওয়ার অপেক্ষায় আছেন। তাদের নিরাশ করেননি ছোটপর্দার এই বড় অভিনেত্রী। নিজের বিয়েতে না দিলেও অর্পার বিয়েতে সবাইকে নেমন্তন্ন জানিয়েছেন মেহজাবীন চৌধুরী।

কে এই অর্পা? অর্পাই মেহজাবীন, মেহজাবীনই অর্পা। ‘নীল সুখ’ নামের এক ওয়েব সিনেমায় এই নামেই দেখা যাবে তাকে। সেখানে তার বরের নাম মারুফ। আজ মঙ্গলবার রাজধানীর মহাখালির এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে যখন শুরু হয় নীল সুখের উদ্বোধনী প্রদর্শনী, ঠিক তখনই। তখনই ফেসবুকে সবাইকে ছবিটি দেখার নেমন্তন্ন জানিয়ে পোস্ট দিয়েছেন মেহজাবীন। জানিয়েছেন, কোন ভেন্যুতে বসবে অর্পা ও মারুফের বিয়ের আসর।

‘নীল সুখ’-এ জুটি বেঁধেছেন মেহজাবীন চৌধুরী ও ফররুখ আহমেদ রেহান। সিনেমাটি বানিয়েছেন ভিকি জাহেদ। কদিন আগে মেহজাবীনকে পাওয়া গিয়েছিল আরও এক তরুণ অভিনেতা রিজভী রিজুর বিপরীতে, ‘প্রিয় মালতী’ ছবিতে। টেলিভিশনের চিরচেনা অভিনেতাদের সঙ্গে মেহজাবীনকে দেখতে দেখতে যারা ক্লান্ত, তাদের জন্য এ রকম আরও অনেক নতুন নতুন সহশিল্পীর সঙ্গে দেখা যাবে মেহজাবীনকে। সামনের দিনগুলো কেবলই মেহজাবীনের।

তবে নতুন করে আপাত-স্থায়ীভাবে মেহজাবীনের জীবনে যুক্ত হচ্ছেন যে পুরুষ, তার সঙ্গে অভিনেত্রীকে কম দেখা যায়নি। বছরের পর বছর দুজন যে ডুবে ডুবে জল খেয়েছেন তা কে না জানে। এমনও শোনা যায়, বিয়ে-টিয়ে অনেক আগেই সেরে ফেলেছে ওঁরা। এখন যা হবে, তা হলো বন্ধু-স্বজনের উৎসব, ফটোসেশন, চলচ্চিত্রে ধরে রাখার কারবার।

নিজের নয়, অর্পার বিয়ের দাওয়াত দিলেন মেহজাবীনমেহজাবীন ও রাজীব

লাক্স তারকা মেহজাবীন ও বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীবের প্রেমের গুঞ্জন অনেক দিনের। এরই মধ্যে মেঘে মেঘে অনেক বেলা হয়ে গেছে। মডেল ও টিভি অভিনেত্রী মেহজাবীন এখন চলচ্চিত্রের অভিনেত্রী। তার অভিনীত সিনেমা দেখেছেন বিশ্বমঞ্চের দর্শক-সমালোচকেরা। রাজীবও পরিচালক হিসেবে কুড়িয়েছেন প্রশংসা, প্রযোজক হিসেবে করেছেন শুভযাত্রা। আগামী ২৩ ফেব্রুয়ারি গায়েহলুদ, পরদিন বিয়ে। ঘনিষ্ঠ সূত্রে এসব ছড়ালেও বর-কনে মুখে ছিটকিনি এঁটেছেন।

‘প্রিয় মালতী’ চলছে প্রেক্ষাগৃহে, ‘নীল সুখ’ চলবে বিঞ্জে। নতুন সিনেমা ও নতুন জীবনের জন্য মেহজাবীনকে শুভ কামনা জানাচ্ছেন তার অনুরাগী-অনুসারীরা।

পূর্ববর্তী নিবন্ধবেঁকে বসেও লাভ হলো না, ভারতের জার্সিতে থাকছে পাকিস্তানের নাম
পরবর্তী নিবন্ধনদীর পানির ন্যায্য হিস্যা প্রাপ্তি কারও করুণার বিষয় নয়: তারেক রহমান